Chhota Shakeel’s Shooter Arrested: একসময়ের শুটার এখন ট্যাক্সি চালক! ২৫ বছর পর গ্রেফতার ছোটা শাকিলের সঙ্গী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 29, 2023 | 9:07 AM

Chhota Shakeel's Shooter Arrested: পুলিশের কাছে খবর আসে সেই ব্যক্তি বর্তমানে মুম্বইতেই বসবাস করেন। গোপন সূত্রে খবর পেয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছলেও ওই ব্যক্তিকে প্রথমে ধরতে পারেনি পুলিশ।

Chhota Shakeels Shooter Arrested: একসময়ের শুটার এখন ট্যাক্সি চালক! ২৫ বছর পর গ্রেফতার ছোটা শাকিলের সঙ্গী
মুম্বই পুলিশ
Image Credit source: twitter

Follow Us

মুম্বই: প্রায় ২৫ বছর ধরে বেপাত্তা ছিলেন। খুনের ঘটনায় নাম জড়ালেও জামিন পাওয়ার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ ছিল না। কুখ্যাত গ্যাং স্টার ছোটা শাকিলের দলের সেই সদস্য অবশেষে পুলিশের জালে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃতের নাম লাইক আহমেদ ফিদা হুসেন শেখ। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছিল। কিন্তু কোনও সূত্রই পাওয়া যাচ্ছিল না। এত বছর পর তাঁকে চিনতেও পারছিলেন না অনেকে।

শুক্রবার মুম্বই পুলিশ জানিয়েছে, থানে রেল স্টেশনের কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খুনের অভিযোগ ছিল লাইক আহমেদ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। আর এক গ্যাংস্টার ছোটা রাজনের দলের এক সদস্যকে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল এই ব্যক্তির।

পুলিশ জানিয়েছে, মুন্না ধারি নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ ছিল লাইক আহমেদের বিরুদ্ধে। সেটা ১৯৯৭ সালের ২ এপ্রিলের ঘটনা। এরপর লাইক গ্রেফতার হলেও পরের বছর কোর্ট থেকে জামিন পান তিনি। এরপর আর কখনও আদালতে হাজির হননি। নির্দিষ্ট সময়ের পর তাঁকে পলাতক বলে ঘোষণা করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলা ছিল।

সম্প্রতি পুলিশের কাছে খবর আসে সেই ব্যক্তি বর্তমানে মুম্বইতেই বসবাস করেন। গোপন সূত্রে খবর পেয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছলেও ওই ব্যক্তিকে প্রথমে ধরতে পারেনি পুলিশ। এত বছর পর তাঁকে চেনাটাও কঠিন হয়ে পড়েছিল। পরে পুলিশ খবর পায়, থানেতে ট্যাক্সি চালকের কাজ করেন একসময়ের শুটা লাইক আহমেদ। এরপরই তাঁকে চিহ্নিত করা সহজ হয় পুলিশের পক্ষে। রীতিমতো ফাঁদ পেতেই শুক্রবার তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

Next Article