Terror Threat: উৎসবেই রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্ল্যান? রাস্তায় পুলিশের ছোটাছুটি, রাতারাতি বদলাল শহরের চেহারা
Mock Drills: ডেপুটি কমিশনারদের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়েছে। জনবহুল এলাকাগুলিতে যাতে নিরাপত্তার গাফিলতি না থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষদেরও সতর্ক করা হয়েছে। কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশে খবর দিতে বলা হয়েছে।
মুম্বই: উৎসবকে বিষাদে পরিণত করার ছক? আবার দেশের প্রাণকেন্দ্রে চলতে পারে সন্ত্রাসবাদী হামলা। গোপন সূত্রে এমনটাই খবর এসেছে গোয়েন্দাদের কাছে। আর তারপরই নিরাপত্তা বাড়ানো হল মুম্বইয়ে। সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার আশঙ্কাতে কেন্দ্রীয় বাহিনী মুম্বইয়ের বিভিন্ন জনবহুল এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের বিভিন্ন ধর্মীয় স্থানে নজরদারি-নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া জনপ্রিয় দর্শনীয় স্থানগুলি, যেখানে সারা বছরই ভিড় লেগে থাকে, সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশকে মক ড্রিলও করতে বলা হয়েছে।
জানা গিয়েছে, ডেপুটি কমিশনারদের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়েছে। জনবহুল এলাকাগুলিতে যাতে নিরাপত্তার গাফিলতি না থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষদেরও সতর্ক করা হয়েছে। কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশে খবর দিতে বলা হয়েছে।
শুক্রবারই মুম্বইয়ের জনবহুল ক্রফোর্ড মার্কেটে মক ড্রিল হয়।
প্রসঙ্গত, উৎসবের মরশুমের পরই, আগামী নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটের আগেই যাতে রাজ্যে বড় কোনও বিপর্যয় বা সন্ত্রাসবাদী হামলা না হয়, তা নিশ্চিত করতে তৎপর গোয়েন্দা ও পুলিশ বাহিনী।