ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের একতরফা শুনানি আটকে আগেই সুপ্রিম কোর্টে মামলাকারী

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 19, 2021 | 6:05 PM

কোনও ভাবেই একতরফা শুনানি না হয়, সেটা নিশ্চিত করতে আগাম ক্যাভিয়েট দাখিল করে রাখলেন জনস্বার্থ মামলার মামলাকারী।

ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের একতরফা শুনানি আটকে আগেই সুপ্রিম কোর্টে মামলাকারী
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই রায় যে রাজ্য সরকারই অস্বস্তি একধাক্কায় আরও অনেকটা বাড়িয়েছে, তা দৃশ্যতই স্পষ্ট। সূত্রের খবর, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাতে, বা শুক্রবার সকালেই সুপ্রিম কোর্টে নতুন আরেকটি পিটিশন দায়ের করা হতে পারে। এই অবস্থায় শীর্ষ আদালতে যাতে কোনও ভাবেই একতরফা শুনানি না হয়, সেটা নিশ্চিত করতে আগাম ক্যাভিয়েট দাখিল করে রাখলেন জনস্বার্থ মামলার মামলাকারী।

হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে যে দুই আইনজীবী মামলা করেছিলেন, তাঁরাই সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করেছেন। মামলাকারী দুই আইনজীবীর নাম, অনিন্দ্য সুন্দর দাস ও প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করার অর্থ, এ বার কোনও মামলায় শুধু রাজ্যকে রেখে একতরফা শুনানি করা যাবে না। রাজ্য সরকার যখনই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে, তখন মামলাকারীদেরও শুনানিতে শামিল করা বাধ্যতামূলক হবে। অর্থাৎ, মামলাকারীরাও কার্যত এই পদক্ষেপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, এক চুলও পিছু হটতে তাঁরা নারাজ। যে মুহূর্তে তাঁরা জানতে পারবেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে, সেই মুহূর্তে নতুন করে প্রস্তুতি শুরু করবেন মামলাকারীরা।

ভোট পরবর্তী হিংসার মামলায় বৃহস্পতিবার হাইকোর্টে সজোরে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ধর্ষণ ও খুনের ঘটনাগুলির তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। অন্যদিকে, বাকি হিংসার ঘটনার তদন্তের জন্য রাজ্য পুলিশের তিন সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। দুই দলকেই আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য যে সুপ্রিম কোর্টে যেতে পারে, সেই ইঙ্গিত এ দিনই দিয়ে রেখেছেন দলের বরিষ্ঠ সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “আইনশৃঙ্খলার বিষয়টি রাজ্য সরকারের অধীনস্থ। তাতে বারবার সিবিআই চলে এলে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হয়। আর জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে তদন্তের বিষয়ে আগেই আমরা আমাদের আপত্তি জানিয়েছি। এখন রাজ্য সরকার নিশ্চই এটা বিচার বিবেচনা করে এই রায়ের বিরুদ্ধে (শীর্ষ আদালতে) আবেদন করবে।” যদিও এতে খুব একটা লাভ হতে পারে, এমন কোনও সম্ভাবনা দেখছে না আইনজীবী মহল।

কারণ, ভোট পরবর্তী হিংসার রায় ঘোষণার সময় বেঞ্চের পাঁচ বিচারপতির পর্যবেক্ষণ ভিন্ন হয়েছিল ঠিকই, কিন্তু একটি বিষয়ে সকলেই সহমত হন। তা হল- খুন ও ধর্ষণের মতো অপরাধের তদন্ত যেন সিবিআই দ্বারা করা হয়। ঠিক এই জায়গাতেই সুপ্রিম কোর্টে গেলেও রাজ্য়ের আপত্তি ধোপে নাও টিকতে পারে। শীর্ষ আদালতও হাইকোর্টের রায়ই বহাল রাখার নির্দেশ দিতে পারে বলে মনে করছেন আইনজ্ঞরা। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সেই বিষয়ে একপ্রকার মনস্থির করে ফেলা হয়েছে বলেই খবর সূত্রের। আরও পড়ুন: বারবার সিবিআই কেন? হাইকোর্টের রায়ে অস্বস্তির মধ্যেই সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য

Next Article