Dress Code in Temple: মন্দিরে জারি ‘পোশাক-বিধি’! মহিলাদের জন্য পোস্টার সাঁটিয়ে শুরু নতুন নিয়ম
Dress Code in Temple: সেই পোস্টারে ভারতীয় সংস্কৃতির উল্লেখের পাশাপাশি আরও বলা হয়েছে, 'যদি কেউ মিনিস্কার্ট, জিন্স-টপ কিংবা অন্য কোনও পশ্চিমী সংস্কৃতির পোশাক পরে আসেন, তা হলে বাইরে থেকেই মন্দির দেখে চলে যাবেন।'

ভোপাল: মন্দিরে ঢুকতে গেলে মানতে হবে পোশাক-বিধি। ফতোয়া জারি মধ্য প্রদেশের মন্দিরে মন্দিরে। এদিন সেখানকার মোট ৪০টি মন্দিরের বাইরে পড়ল মহিলাদের পোশাক বিধির পোস্টার। তাতে লেখা, মন্দিরে প্রবেশ করতে গেলে ভারতীয় সংস্কৃতি ও রীতি মেনেই পোশাক পরতে হবে। আর নির্দেশিকা দিয়েছে কারা? পোস্টারেই রয়েছে তার উত্তর। লেখা রয়েছে্, মহাকাল সঙ্ঘ বজরং দল তরফে এই নির্দেশিকা জারি করা হল।
আপাতত এই পোস্টার ঘিরে মধ্য প্রদেশে চড়েছে পারদ। জব্বলপুরের বিভিন্ন মন্দিরের সাঁটানো পোস্টার দেখে ক্ষেপেছেন নারীবাদীরাও। সেই পোস্টারে ভারতীয় সংস্কৃতির উল্লেখের পাশাপাশি আরও বলা হয়েছে, ‘যদি কেউ মিনিস্কার্ট, জিন্স-টপ কিংবা অন্য কোনও পশ্চিমী সংস্কৃতির পোশাক পরে আসেন, তা হলে বাইরে থেকেই মন্দির দেখে চলে যাবেন।’
এদিন পোস্টার বিতর্কে আইনজীবী তথা মহিলা অধিকার সুরক্ষা আন্দোলনকারী মুখ রঞ্জনা কুরারিয়া বলেন, ‘আমরা কী পোশাক পরব তা আমাদের অধিকার। আমরা শাড়ি-সালোয়ার পরব নাকি অন্য কিছু, সেই সবটাই আমাদের সিদ্ধান্ত। কারণ এটা আমাদের অধিকার। যাতে কেউ নাক গলানোর ক্ষমতা রাখে না। ঈশ্বর সকলের জন্য।’
অন্যদিকে, ওই সংগঠন যারা এই পোস্টার ছাপিয়েছে তাদের জেলা মিডিয়া ইনচার্জ অঙ্কিত মিশ্র বলেন, ‘আপাতত শহরের ৩০ থেকে ৪০টি মন্দিরে সেই পোস্টার সাঁটানো হয়েছে। এটা শুরু, এখনও বহু মন্দিরে এই পোস্টার সাঁটানোর কাজ বাকি রয়েছে।’ এরপরেই তার সংযোজন, ‘ধর্মীয় কাজে মহিলাদের গুরুত্ব অপরিসীম। ভারতের সংস্কৃতি তাদের হাতেই রয়েছে। তাই আমরা মনে করি, মহিলাদের সংস্কৃতি-রীতি মেনেই মন্দিরে পোশাক পরে আসা উচিত।’





