NCP: ‘শরদ পওয়ারই তো আমাদের গুরু’, ‘শিন্ডে-সেনা’র পথেই সমান্তরাল নেতা বাছল অজিত শিবির

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 03, 2023 | 7:33 PM

NCP Ajit Pawar: দলের সর্বভারতীয় সভাপতি কে, এই প্রশ্ন করা হলে অজিত পওয়ার এক মুহূর্তও না ভেবে নিলেন শরদ পওয়ারের নাম। তবে, দলের অন্যান্য পদে সমান্তরাল নেতৃত্ব নিয়োগ করল এনসিপির অজিত শিবির।

NCP: শরদ পওয়ারই তো আমাদের গুরু, শিন্ডে-সেনার পথেই সমান্তরাল নেতা বাছল অজিত শিবির
এনসিপি অজিত পওয়ার শিবিরের সাংবাদিক সম্মেলন
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: এক বছর আগে একনাথ শিন্ডে যে পথ নিয়েছিলেন, সেই পথেই এগোচ্ছেন এনসিপির বিদ্রোহী অজিত পওয়ার। এদিন, মহারাষ্ট্রের এনডিএ সরকারে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ৯ বিধায়ককেই বরখাস্ত করেছেন এনসিপির মুম্বই শাখার প্রধান জয়ন্ত পাতিল। তার কিছুক্ষণের মধ্যেই জয়ন্ত পাটিলকেই তাঁর পদ থেকে ‘বরখাস্ত’ করার কথা ঘোষণা করল এনসিপি অজিত পওয়ার শিবির। এই পদক্ষেপকে তারা দলের ‘কাঠামোগত পরিবর্তন’ বলেছে। দলের কার্যকরী সভারপতি প্রফুল্ল প্যাটেলকে এদিনই দল থেকে বরখাস্ত করেছেন শরদ পওয়ার। প্রফুল্ল প্যাটেলই ঘোষণা করেছেন, অজিত পওয়ারকে সর্বসম্মতভাবে এনসিপির বিধানসভার দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। মজার বিষয় হল, দলের সর্বভারতীয় সভাপতি কে, এই প্রশ্ন করা হলে অজিত পওয়ার এক মুহূর্তও না ভেবে নিয়েছেন শরদ পওয়ারের নাম।

এদিন এক সাংবাদিক সম্মেলন করেন অজিত পওয়ার, প্রফুল্ল প্যাটেলরা। সেখানেই জয়ন্ত পাতিলকে পদ থেকে সরানোর কথা ঘোষণা করা হয়। তাঁর পদলে এই পদ দেওয়া হয়েছে সাংসদ সুনীল তাতকরেকে। একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, অনিল ভাইদাস পাতিলই তাঁদের দলের চিফ হুইপ পদে থাকছেন। এই বিষয়টি বিধানসভার অধ্যক্ষকেও জানিয়েছে অজিত পওয়ারের এনসিপি। উল্লেখ্য, রবিবার বিকেলেই জিতেন্দ্র অওহাদকে দলের নয়া চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিলেন জয়ন্ত পাতিল। বিধানসভার বাদল অধিবেশনের আগে আনুষ্ঠানিকভাবে আরও কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রফুল্ল প্যাটেল। এরপরই ওঠে দলের সর্বভারতীয় সভাপতি কে, সেই প্রশ্ন। অজিত পওয়ার বলেন, “আপনারা কি ভুলে গিয়েছেন, শরদ পওয়ার আমাদের দলের সর্বভারতীয় সভাপতি? আমরা শরদ পওয়ারকে দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে নেওয়ার অনুরোধ করছি। আমরা হাতজোড় করে তাঁর আশীর্বাদ চাইছি, তিনিই তো আমাদের গুরু।”

এদিন জয়ন্ত পাতিল জানিয়েছেন, বরখাস্ত হওয়া বিধায়ক এবং নেতারা যদি দলের প্রতীক ব্যবহার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে প্রফুল্ল প্যাটেল বলেছেন, “দলের মধ্যে কোনও সমস্যা থাকলে, ভারতের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় দলের নাম এবং প্রতীক কারা পাবে।” এদিন এনসিপি-র শরদ পওয়ার শিবির প্রফুল্ল প্যাটেল-সহ দুই সাংসদ, দলের তিন নেতাকে বরখাস্ত করেছে এবং মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিধায়কদের বিরুদ্ধেও অযোগ্যতার নোটিশ পাঠিয়েছে। এই বিষয়ে অজিত পওয়ার জানিয়েছেন, এই নোটিশগুলি মূল্যহীন। তিনি বলেন, “আমাদের ৯ জনের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশের কোনও মূল্য আছে বলে আমি মনে করি না। আমাদের সঙ্গে গোটা দল আছে।” অন্যদিকে, প্রফুল্ল প্যাটেল দাবি করেছেন, তার ভাগ্য ঠিক করবেন লোকসভার স্পিকার। অর্থাৎ, এক বছর আগের ‘সেনা বনাম সেনা’ দ্বন্দ্বের চিত্রনাট্য মেনেই এগোচ্ছে এনসিপি (শরদ) বনাম এনসিপি (অজিত) দ্বন্দ্ব।

 

Next Article