দিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রসন্ন রায়। তাঁকে মিডলম্যান হিসেবে গ্রেফতার করেছিল সিবিআই। কিছু সময় আগে তাঁকে জামিন দিয়েছে দেশের শীর্ষ আদালত। জমিনের জন্য এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রসন্ন। শুক্রবার ছিল শুনানি। এ দিন আদালতে তাঁর হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি।
আদালত সূত্রে খবর, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুই মামলাতেই জামিন পেয়েছেন প্রসন্ন রায়। তবে এ দিনের সওয়াল জবাবে আদালত জানায় তদন্ত যেমন চলার তেমনই চলবে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও নীলাদ্রি ঘোষ।
বস্তুত, এই তদন্তে প্রসন্ন রায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তদন্তকারী আধিকারিকদের দাবি, তিনি পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, জীবনকৃষ্ণ সাহা সহ শিক্ষাদফতরের একাধিক কর্তা-ব্যক্তিদের ঘনিষ্ঠ তিনি। চার্জশিটে সিবিআই বারংবার উল্লেখ করেছে, যাঁরা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তাঁরা মূলত প্রসন্ন রায়কেই টাকা দিতেন। এবং সেই টাকা পৌঁছে যেতে দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিভিন্ন কর্তা ব্যক্তিদের হাতে। ফলে তাঁর জামিন তদন্তের ক্ষেত্রে বড়সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তবে এখন দেখার সিবিআই এই জামিনের বিরুদ্ধে আবারও শীর্ষ আদালত বা একাধিক বিচারপতির বেঞ্চে আবেদন করে কি না।