২১ বার তোপধ্বনি! দ্রৌপদী মুর্মুর ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে কী কী হবে? জেনে নিন সম্পূর্ণ সূচি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 24, 2022 | 9:08 PM

দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতির ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। জেনে নিন এর সম্পূর্ণ সময়সূচি।

২১ বার তোপধ্বনি! দ্রৌপদী মুর্মুর ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে কী কী হবে? জেনে নিন সম্পূর্ণ সূচি
দ্রৌপদীর অপেক্ষায় রাইসিনা

Follow Us

নয়া দিল্লি: আর মাত্র কয়েকটা ঘণ্টা। অপেক্ষা করছে ইতিহাস! রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সোমবার সংসদের সেন্ট্রাল হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ভারতের প্রধান বিচারপতি এন ভি রমানা তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠানের আগে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং রাষ্ট্রপতি-নির্বাচিত দ্রৌপদী মুর্মু, এক শোভাযাত্রা করে সংসদে পৌঁছবেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, মন্ত্রীসভার সদস্যরা, বেশ কয়েকটি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা, বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা, সাংসদরা এবং শীর্ষস্থানীয় অসামরিক ও সামরিক কর্তারা।


জেনে নেওয়া যাক দ্রৌপদী মুর্মুর ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্পূর্ণ সূচি –

সকাল সাড়ে ৮টা: রাষ্ট্রপতি-নির্বাচিত দ্রৌপদী মুর্মু রাজঘাটে পৌঁছবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।

৯টা ২২: রাষ্ট্রপতি-নির্বাচিত দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের উত্তর প্রান্তে পৌঁছবেন। সেখানে ‘কাবেরী’ নামে কমিটি রুমে তাঁকে অভ্যর্থনা জানাবেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

৯টা ৪২: রাষ্ট্রপতি কোবিন্দ এবং রাষ্ট্রপতি-নির্বাচিত মুর্মু, ‘কাবেরী’ ছেড়ে রাষ্ট্রপতি ভবনের দরবার হলের উদ্দেশে রওনা হবেন। সেখানে বিদায়ী রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি-নির্বাচিতকে নিয়ে শোভাযাত্রা শুরু হবে।

৯টা ৪৯: রাষ্ট্রপতি ভবনের সামনে তাঁর দেহরক্ষী বাহিনী স্যালুটিং ডায়াসে জাতীয় সেলাম পেশ করবেন। সেলাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি কোবিন্দ।

৯টা ৫০: রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচিতকে নিয়ে একটি শোভাযাত্রা সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হবে।

১০টা ৩: রাষ্ট্রপতি কোবিন্দ এবং রাষ্ট্রপতি নির্বাচিত মুর্মু সংসদ ভবনে পৌঁছবেন।

সোয়া ১০টা: রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। এর পর তাঁকে ২১ বার তোপধ্বনিতে গান স্যালুট দেওয়া হবে।

১০টা ২৩: নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে ভাষণ দেবেন।

১০ টা ৩৩: উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ ইংরেজিতে পাঠ করবেন।

১০টা ৩৭: সংসদ ভবন থেকে বিদায় নেবেন রাষ্ট্রপতি মুর্মু।


১০টা ৪২: সংসদ চত্বরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর সেলাম গ্রহণ করবেন নয়া রাষ্ট্রপতি।

১০টা ৫৭: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন। রাষ্ট্রপতি ভবনের সামনে ফের রাষ্ট্রপতির দেহরক্ষীরা সেলাম জানাবে নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

১০টা ৫৯: রাষ্ট্রপতি এবং প্রাক্তন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি ভবনের উত্তরভাগে অবস্থিত কমিটি রুম কাবেরীতে নিয়ে যাওয়া হবে।

এরপর নয়া রাষ্ট্রপতিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাষ্ট্রপত ভবন থেকে বিদায় নেবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Next Article