নয়া দিল্লি: বর্তমানে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে শিখরে পৌঁছেছে। ‘মিসাইল থেকে মিউজিক’- সমস্ত ক্ষেত্রেই মহিলারা প্রতিবন্ধকতা জয় করেছে। সোমবার নয়া দিল্লিতে আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (AWWA) আয়োজিত ‘নারী শক্তি’-র অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)।
এদিন AWWA-এর অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বীর নারীদের প্রশংসা করেন এবং মহিলাদের ক্ষমতায়নে AWWA-র কাজের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, “মিসাইল থেকে মিউজিক, মহিলারা এক উন্নত পর্যায়ে পৌঁছেছে, সমস্ত প্রতিবন্ধকতার মোকাবিলা করেছে এবং সেগুলি জয় করেছে।”
এদিনের অনুষ্ঠানে ঝাড়খণ্ডের এক বীর নারী তাঁর কঠিন ও বেদনাদায়ক জীবনের কাহিনি বর্ণনা করেন। কীভাবে তিনি দৃঢ় সংকল্পের মধ্য দিয়ে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করেছিলেন, তার বর্ণনা দেন। সেই ঘটনা শুনে এদিন ‘নারী শক্তি’-র ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি মুর্মু। সমাজ ও দেশে ‘নারী শক্তি’-র অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি আরও বলেন, “আগে বলা হত, প্রত্যেক সফল ব্যক্তির পিছনে এক মহিলা রয়েছে। কিন্তু, আজ বলা উচিত, প্রত্যেক সফল ব্যক্তির পাশে এক মহিলা রয়েছে।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও যে ‘নারী শক্তি’-র প্রতীক, সেকথাও এদিন অনুষ্ঠানে তুলে ধরেন AWWA প্রেসিডেন্ট অর্চনা পাণ্ডে। তিনি বলেন, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নারী শক্তির উদাহরণ।” মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে এবং তার প্রচারে এদিনের অনুষ্ঠানে AWWA-র সদস্যরা বেশ কিছু দোকান খোলেন। সেই দোকানগুলি ঘুরে দেখেন রাষ্ট্রপতি। এদিন AWWA-র ‘নারী শক্তি’-র অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতির স্ত্রী সুদেশ ধনখড়, সংস্কৃতি ও বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি সহ বিশিষ্টরা।