আগরতলা: মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম বার সাংবাদিক সম্মেলন করলেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবারের সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিপ্লব দেবের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন। জানালেন, ২০১৬ সালে যোগ দেওয়ার পর তাঁকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছেন তিনি। এ বার তাঁকে রাজ্য় সামলানোর যে দায়িত্ব মোদী-শাহরা দিয়েছেন, তাও নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে পালন করার চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব তাঁর হাতে আসবে, এ কথা শনিবার সকালেও জানতেন না বলে দাবি করেছেন মানিক। শনিবার বিকালে শীর্ষ নেতৃত্ব তাঁকে ত্রিপুরার দায়িত্ব নেওয়ার কথা বলেছে। এমনটাই জানিয়েছেন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী।
২০১৮ সালে প্রথম বার ত্রিপুরা দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী করা হয় বিপ্লব কুমার দেবকে। তার পর একাধিক বার আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিপ্লব। তাঁর সরকার চালানো নিয়েও দলের মধ্যে অসন্তোষ ছড়িয়েছিল। কিন্তু মুখ্য়মন্ত্রী পদ ছাড়তে হবে এ রকম ইঙ্গিত পাওয়া যায়নি। তাই শনিবার বিপ্লব দেবের ইস্তফা কিছুটা অবাক রাজনৈতিক মহল। শনিবার বিপ্লবের ইস্তফা দেওয়ার পর বিকালে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয় মানিক সাহার নাম। রবিবার মানিক জানালেন, তিনি যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, সে কথা শনিবার বিকালেই জানতে পারেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানিক বলেন, “বিপ্লব যখন ইস্তফা দিচ্ছে, তখন খারাপই লাগছিল। বিকালে সাড়ে তিনটে চারটের সময় জানতে পারি আমি মুখ্যমন্ত্রী হচ্ছি। তার আগে আমিও জানতাম না।“
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর বিপ্লব দেবের শুরু করা উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে জানিয়েছেন মানিক। মোদীর নেতৃত্বে উন্নয়নের কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার বিষয়েই জোর দিয়েছেন তিনি। এ কথা বলতেই সাংবাদিকদের দিক থেকে প্রশ্ন ধেয়ে আসে, “বিপ্লব দেব আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে?” সেই কথা উড়িয়ে দিয়ে মানিক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রয়েছে। আগামী দিনেও তা ঠিক রাখার কাজ আমি করে যাব।“
এ দিনের সাংবাদিক সম্মেলনে রাজ্যের কর্মসংস্থানের বিষয়টিও উঠে আসে। সে ব্যাপারেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।