বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, সবাই ঝাঁপিয়ে পড়ুন: নরেন্দ্র মোদী

ঋদ্ধীশ দত্ত | Edited By: arunava roy

Mar 10, 2021 | 4:52 PM

এ দিন মোদী (Narendra Modi) সংসদীয় কমিটির বৈঠকে দাবি করেছেন, বাংলায় (West Bengal) ক্ষমতায় আসছে বিজেপি। তাই কর্মীদের আরও মনোযোগ ও উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, সবাই ঝাঁপিয়ে পড়ুন: নরেন্দ্র মোদী
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) পশ্চিমবঙ্গে বিজেপি (BJP) ক্ষমতায় আসছে। এ বিষয়ে কোনও সংশয় নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। সূত্রের খবর, এ দিন তিনি সংসদীয় কমিটির বৈঠকে দাবি করেছেন, বাংলায় (West Bengal) ক্ষমতায় আসছে বিজেপি। তাই কর্মীদের আরও মনোযোগ ও উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিজেপি সংসদীয় বৈঠকে আরও একাধিক বিষয় উঠে এসেছিল। তবে বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় অবশ্যই বাংলার নির্বাচনকে ঘিরে আবর্তিত হয়। সূত্রের খবর, সাংসদের উদ্দেশ্য করে নমো বলেন, বাংলায় যে বিজেপি ক্ষমতায় আসছেই তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই মোদীর স্পষ্ট নির্দেশ, “এ বার সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুন।” বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, বাংলায় সংখ্যগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব একপ্রকার নিশ্চিত।

সাম্প্রতিক একাধিক জনমত সমীক্ষা যদিও নীলবাড়ি দখলের লড়াইয়ে এগিয়ে রেখেছে তৃণমূলকেই। ভোটের হার ও আসনের নিরিখে বিজেপি বিরাট লাভবান হবে, এই নিয়ে কোনও সংশয় নেই। তবে কোনও সমীক্ষাতেই বিজেপির সরকার গড়ার সম্ভাবনা দেখা যায়নি। তাহলে প্রধানমন্ত্রী এত আত্মবিশ্বাসী কীভাবে?

আরও পড়ুন: ক্ষমতাসীন দলের পক্ষপাতিত্ব নয়, মুখ্যসচিবকে সমঝে দিলেন বিবেক দুবেরা

এর উত্তর লুকিয়ে রয়েছে বিগত দুই বছরে তৈরি হওয়া বিজেপির সাংগঠনিক ক্ষমতায়। এ রাজ্যেও বুথ স্তরের সংগঠন যে বিজেপি শক্তভাবে গড়ে তুলেছে তা লোকসভা ভোটে ১৮ আসন দেখেই বুঝতে পারা গিয়েছিল। বিজেপির একাধিক নেতার দাবি, সেই সংগঠনের ওপর ভিত্তি করেই রাজ্যে ২০০-র বেশি পাবেন বলে দাবি করেছেন শাহ। এ বার সেই প্রতিধ্বনিই শোনা গেল প্রধানমন্ত্রীর কণ্ঠে।

আরও পড়ুন: ‘নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ভুল মন্ত্র পাঠ করেছেন মমতা’, শুভেন্দু মোবাইলে চালালেন রেকর্ডিং

Next Article