Uttar Pradesh: কংগ্রেস জমানায় গরিবদের শুধু প্রতিশ্রুতিই দেওয়া হতো, আমরা মানুষের চাহিদা পূরণ করেছি: মোদী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 05, 2021 | 2:38 PM

Narendra Modi, যোগীর ওপর যে বিজেপির আস্থা অটুট সেই বার্তা দিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মোদী।

Uttar Pradesh: কংগ্রেস জমানায় গরিবদের শুধু প্রতিশ্রুতিই দেওয়া হতো, আমরা মানুষের চাহিদা পূরণ করেছি: মোদী
ক্রিপ্টোকারেন্সি নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রী মোদীর। ফাইল ছবি

Follow Us

লখনউ: দরজায় কড়া নাড়ছে পরীক্ষা। পরীক্ষা জনগণের মন জিতে নেওয়ার। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হওয়া যাবে কিনা তাঁর ওপর নির্ভর করছে দলের শাসনে থাকার ভবিতব্য। প্রশ্নকর্তা উত্তর প্রদেশের (Uttar Pradesh) জনসাধারণ, পরীক্ষার্থী বিজেপি (BJP)। সেই দলের সবচেয়ে বড় নেতা উত্তর প্রদেশে আসবেন, আর তাতে রাজনৈতিক ছোঁয়া থাকবে না এমনটা কল্পনা করাই যায় না। হলও ঠিক তাই। মঙ্গলবার আজাদি @৭৫ শীর্ষক অনুষ্ঠান থেকে আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।

আজ, উত্তর প্রদেশের রাজধানী লখনউতে ‘আজাদি @৭৫- নিউ আরবান ইন্ডিয়া: ট্রান্সফরমিং আরবান ল্যান্ডস্কেপ’ (Azadi@75 – New Urban India: Transforming Urban Landscape) শীর্ষক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি ৭৫ হাজার পরিবারের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহর (Pradhan Mantri Awas Yojana – Urban) প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি তুলে দেন মোদী। সরকারি অনুদানে নির্মিত এই ৭৫ হাজার বাড়ি উত্তর প্রদেশের ৭৫ টি জেলায় ছড়িয়ে রয়েছে। এই অনুষ্ঠান থেকে ৭৫ টি বিদ্যুৎ চালিত বাস সহ মোট ৪ হাজার ৭৩৭ কোটি টাকার প্রকল্প প্রধানমন্ত্রী। অমরুত প্রকল্পরে আওতায় স্মার্ট সিটি ও নগরোন্নয়নের, ৭৫ টি প্রকল্পের শিলান্যাস করেন মোদী।

ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠান থেকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের (UPA Govt) উদ্দেশ্য তীব্র কটাক্ষ করেন মোদী। তিনি বলেন ” আগের সরকারের সময়ে গরিবরা কোনও সরকারি সুযোগ সুবিধা পেত না। সাধারণ মানুষকে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েই শান্ত রাখা হতো। ২০১৪ সালে আমরা সরকারে আসার পর থেকেই মানুষের চাহিদা পূরণের চেষ্টা করেছি। উন্নয়নমূলক নানা প্রকল্প নেওয়ার পাশাপাশি তাদের সফল বাস্তবায়নও হয়েছে।”

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ও তাঁর নেতৃত্বধীন সরকারের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ উঠেছিল। বিধানসভা নির্বাচনের আগে এসব অভিযোগ বিজেপির সমস্যার কারণ হতে পারে এমনটাই মনে করেছিল রাজনৈতিক মহল। যোগীর ওপর যে বিজেপির আস্থা অটুট সেই বার্তা দিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মোদী। তিনি বলেন, ” উত্তর প্রদেশে আগের সরকারে যাঁরা দায়িত্বে ছিলেন শুধুমাত্র তাঁদের উন্নয়ন হয়েছিল। যোগীজির নেতৃত্বে শেষ কয়েক বছরে রাজ্যে মানুষের উন্নয়নে অনেক কাজ হয়েছে।” যোগী রাজে নারী নির্যাতনের নানা ঘটনা, বিজেপির অস্বস্তি বাড়িয়েছিল। মহিলা ভোটারদের মন জয়ে মোদী বলেন ” প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ যে বাড়ি গুলি নির্মিত হয়েছে তাঁর ৮০ শতাংশই মহিলাদের নামে।”

এদিন রাজ্য সরকার ও বিজেপি নেতা কর্মীদের শিক্ষকের ঢঙে হোমওয়ার্ক দিতে দেখা যায় মোদীকে। তিনি জানান, বিগত সাত বছরে উত্তর প্রদেশের ৯ লাখ পরিবার বাড়ি পেয়েছে। প্রধানমন্ত্রীর আবেদন এই বছর দীপবলিতে নির্মিত বাড়ি প্রতি দুটি করে দ্বীপ জ্বালানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি।

আরও পড়ুন BJP Leader FIR: হোমগার্ডকে চড় মারায় অভিযুক্ত বিজেপি নেতার আজ আদালতে আত্মসমর্পণ

Next Article