নয়াদিল্লি: বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মর্নিং কনসাল্ট নামের এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। ৭৮ শতাংশ অ্যাপ্রুভাল পেয়ে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতা নির্বাচিত হয়েছেন মোদী। ওই সংস্থার সমীক্ষায় গত বছরেও সবথেকে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিল মোদী। এ বছরও সেই স্থান ধরে রাখলেন তিনি। এই শিরোপা অর্জনে মোদী পিছনে ফেলেছেন বিশ্বের শক্তিধর বিভিন্ন দেশের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের। ওই সংস্থার রিপোর্টে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন সপ্তম স্থানে। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো রয়েছেন নবম স্থানে। ব্রিটেনের প্রধানমন্ত্রী জনপ্রিয়তার নিরিখে প্রথম দশে জায়গা করতে পারেননি। এই রিপোর্ট বুঝিয়ে দিচ্ছে, ৯ বছর প্রধানমন্ত্রীর গদিতে বসে থাকলেও জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি নমোর। উল্টে গত বছরের তুলনায় এ বছর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। ভারতীয়দের হৃয়দের আরও পোক্ত হচ্ছে মোদীর স্থান।
মর্নিং কনসালট্যান্ট নামের ওই সংস্থা বিভিন্ন দেশের প্রাপ্ত বয়স্ক এবং শিক্ষিত নাগরিকদের মধ্যে একচি সমীক্ষা চালিয়েছিল। এ বছর ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে চালানো হয়েছে এই সমীক্ষা। সেখাই সমীক্ষাতেই জনপ্রিয়তম স্থানে মোদী।
৭৮ শতাংশ অ্যাপ্রুভাল পেলে বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতা হয়েছেন নরেন্দ্র মোদী। মাত্র ১৮ শতাংশ মোদীর জনপ্রিয়তার ব্যাপারে অ্যাপ্রুভাল দেননি। মোদীর পরই জনপ্রিয়তার তালিকায় জায়গা করে নিয়েছেন মেক্সিকোর রাষ্ট্রনেতা আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। ৬৮ শতাংশ অ্যাপ্রুভাল রয়েছে তাঁর পক্ষে। প্রথম পাঁচে ক্রমাণ্বয়ে রয়েছে সুইজারল্যান্ডের রাষ্ট্রনেতা অ্যালাইন বেরেসট, অস্ট্রেলিয়ার অ্যান্টনি আলবানেসে এবং ব্রাজিলের লুলা দ্য সিলভা। ষষ্ঠ স্থানে রয়েছেন ইটালির জিওর্গিয়া মেলোনি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্থান পেয়েছেন সপ্তম স্থানে। তাঁর পক্ষে অ্যাপ্রুভাল মাত্র ৪০ শতাংশ। গত বছরই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি রয়েছেন জনপ্রিয়তার নিরিখে ১৩তম স্থানে। ফ্রান্সের ইম্যানুয়েল ম্যাক্রো ১৭ তন স্থানে। জাপানের ফুমিও কিশিদা রয়েছেন ২০ তম স্থানে।