নয়াদিল্লি: অপরাধের সাজা পেয়ে জেলে বন্দি রয়েছে। জেলে থাকলেও অপরাধ থেকে নিজেকে বিরত রাখার মন তৈরি হয়নি। জেলের মধ্যেই এক মহিলা চিকিৎসকরে ধর্ষণে উদ্যত হয়েছিলেন এক বন্দি। ওই চিকিৎসককে খুনের চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিল্লির মান্ডলি জেলে। সে জেলের ডেপুটি সুপারিন্টেডেন্ট ঘটনার কথা জানিয়েছেন। নির্যাতিতা চিকিৎসকের মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা নিয়ে অভিযুক্ত কয়েদির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনা নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, দিল্লির মান্ডলি জেলে বন্দি ছিলেন সাজাপ্রাপ্ত ওই আসামী। ওই মহিলা চিকিৎসক যখন চিকিৎসার জন্য তাঁর সেলে যান, তখনই চিকিৎসককে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। মহিলা বাধা দিলে তাঁকে খুন করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। চিৎকার শুনে নিরাপত্তাকর্মীরা এসে এই কয়েদির হাত থেকে মহিলা চিকিৎসককে রক্ষা করেন।
জেল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কয়েদির নাম সুবরাত পিল্লাই। এক মামলায় সাজা পেয়ে এক বছরের জন্য জেলের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা রয়েছে তাঁর।
কিন্তু কী ভাবে ওই কয়েদি মহিলা চিকিৎসকের উপর আক্রমণের সুযোগ পেল তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন নিরাপত্তারক্ষীরা সে সময় কী করছিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।