Recruitment Case in Supreme Court: নবম-দশমে চাকরি বাতিলের প্রক্রিয়া আপাতত নয়, নির্দেশ শীর্ষ আদালতের

Sudeshna Ghoshal | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 12, 2023 | 5:18 PM

Recruitment Case in Supreme Court: স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের ৮৪২ জন শিক্ষাকর্মী ও ৯৫২ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

Recruitment Case in Supreme Court: নবম-দশমে চাকরি বাতিলের প্রক্রিয়া আপাতত নয়, নির্দেশ শীর্ষ আদালতের
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি : নবম-দশমের নিয়োগ সংক্রান্ত মামলায় ঝুলে রইল চাকরিহারাদের ভাগ্য। আপাতত চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করা যাবে না বলে জানাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি অনিরুদ্ধ বোস ও সুধাংশু ধূলিয়ার বেঞ্চে ছিল এই মামলার শুনানি। পরবর্তী শুনানি অবধি শিক্ষক বা শিক্ষাকর্মী পদে নিয়োগ নিয়ে পরবর্তী পদক্ষেপ যাতে না করা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে কোনও পদক্ষেপ করা যাবে না। স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের ৮৪২ জন শিক্ষাকর্মী ও ৯৫২ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, শীর্ষ আদালত মেনে নিয়েছে যে এই নিয়োগে একটা কেলেঙ্কারি আছে। তা খতিয়ে দেখা হবে। তবে নিয়োগ বাতিলের ক্ষেত্রে কিছু প্রথাগত ভুল আছে বলে দাবি করেছেন মামলাকারীরা। মামলাকারীদের আইনজীবী জানান, আপাতত শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, চাকরি যাচ্ছে না ওই শিক্ষক ও শিক্ষাকর্মীদের।

কলকাতা হাইকোর্টের নির্দেশে, গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়। মূলত ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছিল। এছাড়া ৯৫২ জন নবম-দশম শ্রেণির শিক্ষকের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে চাকরি হারারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও চাকরি বাতিলের নির্দেশ বহাল ছিল। পরে ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

Next Article