নয়াদিল্লি: বিশ্বের বিভিন্ন দেশে রোজই কিছু না কিছু অপরাধের ঘটনা ঘটে। কিছু দেশ আছে সেখানে অপরাধের ঘটনার বিরাম নেই। আবার অনেক দেশে অপরাধ ঘটে খুবই কম। খুন, অপরহণ, ধর্ষণ, নারী নির্যাতন, নারী পাচার, মাদক করাবার, সম্পত্তি লুঠ, দুর্নীতির মতো ঘটনা ঘটেই চলে। ভারতেও অপরাধের সংখ্যা কম নয়। কোন দেশে অপরাধ বেশি, কোন দেশে অপরাধ কম। এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানই জানা গিয়েছে কোন দেশে অপরাধের ঘটনা ঘটে কম। আবার কোন দেশে অপরাধের ঘটনার বাড়বাড়ন্ত তাও মিলেছে রিপোর্টে। সেই রিপোর্টে জানা গিয়েছে, আমেরিকা, ব্রিটেনের মতো ক্রিমিনার কান্ট্রির তালিকায় এগিয়ে রয়েছে ভারতের তুলনায়।
ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিক্সের তথ্য অনুসারে, অপরাধের ঘটনায় শীর্ষে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দ্বিতীয় স্থানে পাপুয়া নিউ গিনি। তৃতীয় স্থানে আফগানিস্তান, চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম স্থানে হন্ডুরাস, ষষ্ঠ স্থানে ত্রিনিদাদ, সপ্তম স্থানে গুয়ানা, অষ্টম স্থানে সিরিয়া, নমব স্থানে সোমালিয়া ও দশম স্থানে জামাইকা। মেক্সিকো রয়েছে ৪০ তম স্থানে। আমেরিকার রয়েছে ৫৫ তম স্থানে। ব্রিটেনর স্থান ৬৫। সেখানে ভারত রয়েছে ৭৭ তম স্থানে। তুরস্কের স্থান ৯২। জার্মানি ১০০ ও জাপান ১৩৫।
জনসংখ্যার নিরিখে যত অপরাধের ঘটনা ঘটে তার নিরিখেই এই তালিকা তৈরি হয়েছে। অপহরণ, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদক কারবার, মানব পাচারের মতো বিভিন্ন অপরাধের ঘটনার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। সেই নিরিখেই প্রতি এক লক্ষ জনসংখ্যায় ভারতে যত অপরাধ ঘটে তার থেকে অনেক বেশি ঘটে আমেরিকা ও ব্রিটেনে।