Emine Dzhaparova: ‘ক্রিমিয়া ভারতের জন্য শিক্ষা’, পাকিস্তান ও চিন থেকে সতর্ক থাকার বার্তা ইউক্রেনের বিদেশমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 12, 2023 | 3:16 PM

ভারতের সীমান্ত সমস্যা নিয়েই ঝাপারোভার এই পর্যবেক্ষণ বলে মত রাজনৈতিক মহলের। ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে সীমান্ত সমস্যা রয়েছে ভারত ও পাকিস্তানের। পাশাপাশি চিনের সঙ্গেও দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের।

Emine Dzhaparova: ‘ক্রিমিয়া ভারতের জন্য শিক্ষা’, পাকিস্তান ও চিন থেকে সতর্ক থাকার বার্তা ইউক্রেনের বিদেশমন্ত্রীর
ইউক্রেনের বিদেশমন্ত্রী

Follow Us

নয়াদিল্লি: ভারত সফরে এসেছেন ইউক্রেনের ডেপুটি বিদেশ মন্ত্রী এমিনে ঝাপারোভা। ভারতে এসে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য মানবিক সাহায্য করেছেন। পাশাপাশি প্রতিবেশী দেশের আগ্রাসী মনোভাবের উপর নজর রাখতে ভারতকে উপদেশ দিয়েছেন। পাকিস্তান ও চিনের নাম করলেও ইউক্রেনের বিদেশমন্ত্রীর ইঙ্গিত যে এই দুই দেশের দিকে ছিল বলে মত বিশেষজ্ঞ মহলের। ঝঞ্ঝাটপূর্ণ প্রতিবেশী হলে তা সামলানো সমস্যার বলেও মত ঝাপারোভার। বিষয়টি বোঝাতে তিনি ক্রিমিয়া দ্বীপের উদাহরণ দিয়েছেন। ক্রিমিয়া ইউক্রেনের অধীনে থাকলেও বছর খানেক আগে ওই দ্বীপে আক্রমণ চালায় রাশিয়া। এবং ক্রিমিয়া দখল করে নেয়। ভারতের সঙ্গেও সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে চিন ও পাকিস্তানের। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ঘটনার উদাহরণ টেনেই ভারতকে সতর্ক করেছেন তিনি।

দিল্লির ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের এক অনুষ্ঠানে ঝাপারোভা বলেছেন, “একটা বার্তা নিয়ে আমি ভারতে এসেছি। ইউক্রেনের ভারতকে প্রয়োজন,। ইউক্রেন খুব কাছেই আছে। আমাদের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা নতুন করে সম্পর্ক শুরু করতে চাই।” এর পরই তিনি উত্থাপন করেছেন চিন ও পাকিস্তানের প্রসঙ্গ। বলেছেন, “ভারতেও চিন ও পাকিস্তানের মতো জটিল প্রতিবেশী রয়েছে। তাই ক্রিমিয়ার পর্ব ভারতের কাছেই শিক্ষণীয় হতে পারে। যখনই অপরাধ সংঘটিত হয়, তাকে থামানো না গেলে ভয়ঙ্কর আকার ধারন করে।”

ভারতের সীমান্ত সমস্যা নিয়েই ঝাপারোভার এই পর্যবেক্ষণ বলে মত রাজনৈতিক মহলের। ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে সীমান্ত সমস্যা রয়েছে ভারত ও পাকিস্তানের। পাশাপাশি চিনের সঙ্গেও দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। কিন্তু লাদাখ, অরুণাচল প্রদেশের মতো বিভিন্ন এলাকায় চিনের আগ্রাসী নীতির ছাপ স্পষ্ট হয়। সম্প্রতিও অরুণাচল প্রদেশের ১১টি এলাকার নাম পরিবর্তন করেছে চিন। যা নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে ভারত। ২০১৪ সালে ক্রিমিয়ায় হামলা চালান ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রুশ সেনা। এবং ক্রিমিয়া দখল করে।

ভারত কার সঙ্গে বাণিজ্য করবে তা নিয়ে নির্দেশ দেওয়ার মতো অবস্থায় ইউক্রেন নেই বলে জানিয়েছেন ঝাপারোভা। তাই এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি তিনি। রাশিয়া থেকে ভারতের তেল কেনার ব্যাপারেও কোনও মন্তব্য করেননি ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী।

Next Article