AMU: প্রথম মহিলা উপাচার্য পেল শতবর্ষ প্রাচীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
Aligarh Muslim University: শিক্ষামন্ত্রকের অনুমোদনের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপাচার্যের নিয়োগপত্রে সই করেন। যেহেতু এখন নির্বাচনের আদর্শ আচরণ বিধি রয়েছে, তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও (ECI) অনুমতি নেওয়া হয়েছে।

উত্তর প্রদেশ: শতাব্দী প্রাচীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) পেল প্রথম মহিলা উপাচার্য। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। ১০০ বছরের ইতিহাসে প্রথমবার কোনও মহিলা এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন। এএমইউয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপিকা নাইমা খাতুন। আগামী পাঁচ বছর তিনিই এই পদে থাকবেন।
শিক্ষামন্ত্রকের অনুমোদনের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপাচার্যের নিয়োগপত্রে সই করেন। যেহেতু এখন নির্বাচনের আদর্শ আচরণ বিধি রয়েছে, তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও (ECI) অনুমতি নেওয়া হয়েছে।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন নাইমা। এখান থেকে সাইকোলজিতে পিএইচডি করেন তিনি। ১৯৮৮ সালে সেই বিভাগেই লেকচারার হিসাবে যোগ দেন। ২০০৬ সালে প্রফেসর হন। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দেন।
Professor Naima Khatoon has been appointed as the first-ever woman Vice-Chancellor of Aligarh Muslim University for a period of 5 years. pic.twitter.com/KghaLmw0QS
— ANI (@ANI) April 22, 2024
১৮৭৫ সালে তৈরি হয়েছিল মুহাম্মদান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ। ১৯২০ সালে তা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যাক্ট মেনেই তা তৈরি হয়েছিল। সে বছর চান্সেলার হিসাবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনিই একমাত্র মহিলা, যিনি আচার্য পদে ছিলেন। এবার এই বিশ্ববিদ্যালয় পেল প্রথম মহিলা উপাচার্য।





