Toilet Seat: শৌচাগারে পরপর চারটি সিট, নেই কোনও দরজাও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Toilet Seat: শৌচালয়ে পরপর চারটি সিট এবং নেই কোনও দরজাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

Toilet Seat: শৌচাগারে পরপর চারটি সিট, নেই কোনও দরজাও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 3:30 PM

লখনউ: বর্তমানে ডিজিটাল মিডিয়ার যুগে আমরা বিভিন্ন ধরনের আজগুবি ঘটনার খবর সোশ্য়াল মিডিয়ার মাধ্যমেই পেয়ে যায়। যে ছবি, ভিডিয়োগুলি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয় তা নিয়ে বেশ কিছুদিন তো চর্চা চলে। সম্প্রতি এরকমই একটা চর্চার বিষয় হল উত্তর প্রদেশের শৌচগারের একটি ছবি। এই টয়লেটের অদ্ভুত মডেলের জন্যই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে এই টয়লেটে পরপর চারটি টয়লেটের সিট দেখা যাচ্ছে। চারটি সিটের মধ্য়ে নেই কোনও দরজা বা বিভাজন।

উত্তর প্রদেশের বাস্তি জেলা থেকে ৫০ কিলোমিটার দূরে তেহসিল রুধৌলি এলাকার ধানসা গ্রামে এরকম পাবলিক টয়লেটের খোঁজ মিলেছে। সেই ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং এই টয়লেটের অদ্ভুত ধরন দেখে হতবাক হয়েছেন নেটিজ়েনরা। এর মধ্য়ে সবথেকে অদ্ভুত বিষয় হল এক একটি সিটের মধ্য়ে কোনও আড়াল বা দরজা নেই। এদিকে এই ছবি সোশ্যাল মিডিয়ায় হতেই পঞ্চায়েতি রাজ দফতরের আধিকারিকরা তা ভেঙে দিয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে উন্নয়নমূলক দফতরের প্রধান অফিসার রাজেশ প্রজাপতি ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, “রুধৌলি ব্লকের ধানসা গ্রামে নিয়ম মেনে পাবলিক টয়লেট তৈরি করা হয়নি। জেলা পঞ্চায়েত আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখবেন এবং রিপোর্ট জমা দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। চারটি পাবলিক টয়লেট নির্মাণ করা গেলেও এ ক্ষেত্রে মানদণ্ড মানা হয়নি। যারা এই শৌচাগার তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে এক গ্রামনাসী রামবহাল জানিয়েছেন, “আমরা জানিই না কখন এই শৌচাগার তৈরি করা হয়েছে। শিশুদের জন্য চারটি টয়লেট সিট তৈরি করা হয়েছে। কিন্তু কাজ শেষ হয়নি। এখন এই টয়লেট সিট সরিয়ে দিয়ে আবার নতুন করে বানানো হবে।”