চণ্ডীগঢ়: প্রশিক্ষণের জন্য বিদেশ সফর। স্কুলের প্রিন্সিপালদের পাঠানো হবে সিঙ্গাপুরে (Singapore)। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার (Punjab Government)। রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তিতে, বিশ্বমানের শিক্ষা জন্যই বিদেশে শিক্ষক প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবারই পঞ্জাবের ক্যাবিনেট বিদেশে শিক্ষকদের প্রশিক্ষণে পাঠানোর প্রকল্পে অনুমোদন দেওয়া হয়।
পঞ্জাব সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের অধীনে স্কুল শিক্ষা বিভাগ ৩৬ জন প্রিন্সিপালকে সিঙ্গাপুরের প্রিন্সিপাল অ্যাকাডেমিতে পাঠানো হবে। পাশাপাশি ৩০ জন প্রিন্সিপালকে ন্যানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ন্যাশনাল ইন্সটিটিউশন অব এডুকেশনে পাঠানো হবে। চলতি অর্থবর্ষেই তাদের পাঠানো হবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বমানের শিক্ষক প্রশিক্ষণ, লিডারশিপ স্কিল, কীভাবে টিচিং-লার্নিং মেটেরিয়াল তৈরি করতে হয় এবং অডিয়ো-ভিস্যুয়াল টেকনোলজি কীভাবে ব্যবহার করতে হবে, তা শেখানো হবে। করোনা পরবর্তী সময়ে শিক্ষা ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য স্কুল শিক্ষা, সংস্কৃতিতেও বদল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের প্রফেশনাল শিক্ষা, কারিকুলাম লিডারশিপ, মেন্টরিং, লেশন অবজারভেশন স্কিলের মতো শিক্ষা দেওয়া হবে।