AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amritpal Singh: ভোল বদলালে চিনবেন কীভাবে? পলাতক খালিস্তানি নেতার ৭টি লুক প্রকাশ করল পুলিশ

Punjab Police: পঞ্জাব পুলিশের আইডিপি সুখচেইন সিং গিল বলেন, "বিভিন্ন পোশাকে অমৃতপাল সিংয়ের ছবি রয়েছে। আমরা এই সমস্ত ছবি প্রকাশ করছি। আমার অনুরোধ আপনারা এই ছবি দেখান, যাতে সাধারণ মানুষ অমৃতপালের গ্রেফতারিতে সাহায্য করতে পারেন।"

Amritpal Singh: ভোল বদলালে চিনবেন কীভাবে? পলাতক খালিস্তানি নেতার ৭টি লুক প্রকাশ করল পুলিশ
খালিস্তানি নেতা অমৃতপাল সিং।
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 9:03 AM
Share

অমৃতসর: চারদিন কেটে গিয়েছে, এখনও অধরা পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিং। তাঁকে ধরতে বিশাল বাহিনী নামিয়েছে পঞ্জাব পুলিশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও অভিযানে নামতে পারে বলে সূত্রের খবর। পঞ্জাব, হরিয়ানার সমস্ত সীমানা তন্ন তন্ন করে খুঁজলেও কোথাও টিকি মিলছে না খালিস্তানি নেতার (Khalistani leader)। এতেই পুলিশের সন্দেহ, প্রশাসনের চোখে ধুলো দিতে হয়তো নিজের ভোল বদল করে নিয়েছেন অমৃতপাল সিং (Amritpal Singh)। তাঁর সম্ভাব্য নতুন রূপ কেমন হতে পারে, তার সাতটি ছবি প্রকাশ করা হল পঞ্জাব পুলিশের (Punjab Police) তরফে।

গত সপ্তাহেই খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে ধরতে বিশাল অভিযান শুরু করে পঞ্জাব পুলিশ। সাত জেলার পুলিশ মিলে একটি বিশেষ দল গঠন করা হয়। গত সপ্তাহের বৃহস্পতিবার অমৃতপাল সিংকে প্রায় ধরেই ফেলেছিল পুলিশ। তাঁর কনভয় ঘিরে ফেললেও শেষ মুহূর্তে পুলিশের চোখে ধুলো দিয়ে বাইকে চেপে পালিয়ে যান অমৃতপাল সিং। ইতিমধ্যেই অমৃতপাল সিংয়ের বাইকে চেপে পালানোর একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, তাঁর এক সহকারী বাইক চালাচ্ছেন। পিছনে বসে অমৃতপাল।

বর্তমানে কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন খালিস্তানি নেতা অমৃতপাল, তা জানা যায়নি। তবে পুলিশের অনুমান, পুলিশ-প্রশাসনকে বোকা বানাতে নিজের রূপ বদল করে নিয়েছেন অমৃতপাল। ভিন্ন রূপেও যাতে ওই পলাতক খালিস্তানি নেতাকে চিনতে সুবিধা হয়, তার জন্য পঞ্জাব পুলিশের তরফে সম্ভাব্য সাতটি লুকের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে ক্লিন শেভ থেকে চাপদাড়ি, পাগড়ি ছাড়া ও পাগড়ি পরা বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে।

পঞ্জাব পুলিশের আইডিপি সুখচেইন সিং গিল বলেন, “বিভিন্ন পোশাকে অমৃতপাল সিংয়ের ছবি রয়েছে। আমরা এই সমস্ত ছবি প্রকাশ করছি। আমার অনুরোধ আপনারা এই ছবি দেখান, যাতে সাধারণ মানুষ অমৃতপালের গ্রেফতারিতে সাহায্য করতে পারেন।”

উল্লেখ্য, মঙ্গলবারই পঞ্জাব পুলিশের তরফে নতুন করে চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা অমৃতপালকে পালাতে সাহায্য করেছিল বলেই অভিযোগ। এখনও অবধি খালিস্তানি নেতা অমৃতপালকে গ্রেফতারি অভিযানে ১০০-রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা অমৃতপাল সিংয়ের সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র সদস্য বলেই অভিযোগ।