উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি

সুমন মহাপাত্র |

Jul 04, 2021 | 11:22 AM

প্রথমে সতপাল মহারাজ ও ধন সিং রাওয়াতের নাম উঠে এলেও দৌড়ে জিতলেন পুষ্কর সিং ধামি।

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: ৪ মাসেই তিরথ সিংয়ের মুখ্যমন্ত্রী অধ্যায়ের ইতি। এ বার সেই জায়গায় আসছেন পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, বিজেপি সদর দফতরে মদন কৌশিকের নেতৃত্বাধীন বৈঠকে পুষ্কর সিং ধামির হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিজেপির ৫৭ জন বিধায়ক দেরাদুনে একত্রিত হয়ে পুষ্কর সিং ধামিকে উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।

৪৫ বছর বয়সী পুষ্কর সিং খতিমা বিধানসভার বিধায়ক। সূত্র অনুযায়ী, শুক্রবারই তিরথ সিং পদত্যাগ পত্র পাঠিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা(JP Nadda)-র কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত(Trivendra Singh Rawat)-র বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে পদ থেকে সরিয়ে দেন বিজেপি বিধায়করা। গত ১০ মার্চ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিরথ সিং রাওয়াত।

নিয়ম অনুযায়ী, যে কোনও মন্ত্রীর পদে বসার জন্যই বিধায়ক হওয়া প্রয়োজন অথবা, মন্ত্রিত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে তাঁকে উপ নির্বাচনে জয়ী হতে হবে। ১০ সেপ্টেম্বর সেই ছয় মাসের মেয়াদ শেষ হবে তিরথের। করোনা পরিস্থিতির জন্য উপ-নির্বাচন অনিশ্চিত হওয়ায় এবং একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে মেয়াদ শেষের আগেই মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন তিনি।

এরপরই নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে বৈঠকে বসেছিলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতারা। সেখানে প্রথমে সতপাল মহারাজ ও ধন সিং রাওয়াতের নাম উঠে এলেও দৌড়ে জিতলেন পুষ্কর সিং ধামি। তিনি পেশায় একজন আইনজীবী।

আরও পড়ুন: ‘পদত্যাগের কারণ সবচেয়ে বড় মিথ্যা’, মুখ্যমন্ত্রী পদ ছাড়তেই তিরথকে একহাত নিলেন কংগ্রেস নেতা

Next Article