AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2022: বাইশ কাড়ল যাঁদের: রাহুল বাজাজ, সিধু মুসেওয়ালা, রাকেশ ঝুনঝুনওয়ালা, মুলায়ম সিং যাদব

২০২২-এর শুরু থেকে গোটা বিশ্ব করোনাতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করলেও ব্যবসা থেকে রাজনীতিক ক্ষেত্রে বহু বিশিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছেন, রাহুল বাজাজ, সিধু মুসেওয়ালা, রাকেশ ঝুনঝুনওয়ালা, মুলায়ম সিং যাদবের মতো ব্যক্তিত্ব।

| Edited By: | Updated on: Dec 26, 2022 | 6:15 PM
Share
মুলায়ম সিং যাদব, রাহুল বাজাজ, রাকেশ ঝুনঝুনওয়ালা, সিধু মুসাওয়ালা

মুলায়ম সিং যাদব, রাহুল বাজাজ, রাকেশ ঝুনঝুনওয়ালা, সিধু মুসাওয়ালা

1 / 9
বিশিষ্ট শিল্পপতি এবং বাজাজ গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ। ১৯৬৫ সাল থেকে প্রায় পাঁচ দশক বাজাজ গোষ্ঠীর কর্ণধার ছিলেন তিনি। তাঁর হাতেই বাজাজ অটো দু-চাকা ও তিন-চাকা গাড়ির মধ্যে শীর্ষস্থানে গিয়েছে।

বিশিষ্ট শিল্পপতি এবং বাজাজ গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ। ১৯৬৫ সাল থেকে প্রায় পাঁচ দশক বাজাজ গোষ্ঠীর কর্ণধার ছিলেন তিনি। তাঁর হাতেই বাজাজ অটো দু-চাকা ও তিন-চাকা গাড়ির মধ্যে শীর্ষস্থানে গিয়েছে।

2 / 9
২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন রাহুল বাজাজ। ২০০১ সালে পদ্মভূষণ সম্মান পান তিনি। অবশেষে গত ১২ ফেব্রুয়ারি ৮৩ বছর বয়সে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন রাহুল বাজাজ। ২০০১ সালে পদ্মভূষণ সম্মান পান তিনি। অবশেষে গত ১২ ফেব্রুয়ারি ৮৩ বছর বয়সে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

3 / 9
পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসাওয়ালা। কৃষক পরিবারের সন্তান সিধুর সঙ্গীত জগতে আবির্ভাব হয়েছিল উল্কার বেগে। আর উল্কাপতনের মতোই গ্যাংস্টারদের গুলিতে কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে যায় তাঁর প্রাণ।

পঞ্জাবের জনপ্রিয় গায়ক সিধু মুসাওয়ালা। কৃষক পরিবারের সন্তান সিধুর সঙ্গীত জগতে আবির্ভাব হয়েছিল উল্কার বেগে। আর উল্কাপতনের মতোই গ্যাংস্টারদের গুলিতে কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে যায় তাঁর প্রাণ।

4 / 9
গত ২৯ জুন নিজের গ্রাম মুসাতেই গাড়ির মধ্যে গুলিবিদ্ধ হয়ে খুন হন সিধু মুসেওয়ালা। তারপর চলতি মাসেই ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার হন সিধু খুনের মূলচক্রী গোল্ডি ব্রার।

গত ২৯ জুন নিজের গ্রাম মুসাতেই গাড়ির মধ্যে গুলিবিদ্ধ হয়ে খুন হন সিধু মুসেওয়ালা। তারপর চলতি মাসেই ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার হন সিধু খুনের মূলচক্রী গোল্ডি ব্রার।

5 / 9
নক্ষত্রপতনের মতোই হঠাৎ করে প্রয়াত হন দেশের অন্যতম ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

নক্ষত্রপতনের মতোই হঠাৎ করে প্রয়াত হন দেশের অন্যতম ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

6 / 9
মাত্র ৫০০০ টাকার পুঁজি নিয়ে ১৯৮৫ সালে শেয়ার মার্কেটে প্রবেশ করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। আর মৃত্যুর সময় তিনি রেখে গেলেন ৪০ হাজার কোটির সাম্রাজ্য। শেয়ার মার্কেট থেকে সম্প্রতি আকাশা এয়ারলাইন্স পরিষেবাও শুরু করেন তিনি।

মাত্র ৫০০০ টাকার পুঁজি নিয়ে ১৯৮৫ সালে শেয়ার মার্কেটে প্রবেশ করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। আর মৃত্যুর সময় তিনি রেখে গেলেন ৪০ হাজার কোটির সাম্রাজ্য। শেয়ার মার্কেট থেকে সম্প্রতি আকাশা এয়ারলাইন্স পরিষেবাও শুরু করেন তিনি।

7 / 9
উত্তরপ্রদেশ সহ গোটা দেশের রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব ছিলেন মুলায়ম সিং যাদব। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উত্তরপ্রদেশ সহ গোটা দেশের রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব ছিলেন মুলায়ম সিং যাদব। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

8 / 9
উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব 'নেতাজি' নামেই পরিচিত। তাঁর সুচারু কূটনীতির জন্য মুলায়মকে 'রাজনীতির চাণক্য' বলা হত। আবার প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং চৌধুরী মুলায়ম সিং যাদবকে 'লিটল নেপোলিয়ন' বলতেন।

উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব 'নেতাজি' নামেই পরিচিত। তাঁর সুচারু কূটনীতির জন্য মুলায়মকে 'রাজনীতির চাণক্য' বলা হত। আবার প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং চৌধুরী মুলায়ম সিং যাদবকে 'লিটল নেপোলিয়ন' বলতেন।

9 / 9