মুম্বই: ভাইপোর দলবদলের জল্পনার মাঝেই ‘বোমা’ ফাটিয়েছেন কাকা শরদ পওয়ার (Sharad Pawar)। সকলকে চমকে দিয়ে তিনি ঘোষণা করেন, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। শরদ পওয়ারের এই ঘোষণার পর শুধু দলের অন্দরেই নয়, জাতীয় রাজনীতিতেও শোরগোল পড়ে যায়। রাতেই কাকার সঙ্গে কথা বলতে ছোটেন অজিত পওয়ার (Ajit Pawar)। তিনি ও একাধিক এনসিপি নেতারা শরদ পওয়ারকে অনুরোধ করেন, তিনি যেন সভাপতি পদ থেকে ইস্তফা না দেন। ইস্তফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তার জন্য ২-৩দিন সময় চেয়ে নিয়েছিলেন প্রবীণ এনসিপি নেতা। দলীয় সূত্রে জানা গেল, আগামিকাল, শুক্রবারই তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মুম্বইয়ে এনসিপির বৈঠকের আয়োজন করা হয়েছে। অন্যদিকে অপর এক সূত্রে খবর, শরদ পওয়ারের ইস্তফার পরই তাঁর কন্যা তথা লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলে(Supriya Sule)-কে ফোন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলেকে ফোন করেন। শরদ পওয়ারের ইস্তফার সিদ্ধান্ত নিয়েই দুইজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তবে শরদ পওয়ারের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই মহারাষ্ট্রের রাজনীতিতে গুঞ্জন শোনা যাচ্ছিল, এনসিপি ছাড়তে পারেন শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। এনসিপি ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এই জল্পনার মাঝেই গত মঙ্গলবার সকলকে চমকে দিয়ে শরদ পওয়ার ঘোষণা করেন, তিনি এনসিপি প্রধান পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তাঁর উত্তরসূরি কে হবেন, তা বেছে নিতে একটি কমিটিও গঠন করে দেন।
শরদ পওয়ারে এই আকস্মিক ইস্তফা দেওয়ার সিদ্ধান্তে কান্নায় ভেঙে পড়েন এনসিপির কর্মী-সমর্থকরা। তারা ধরনাতেও বসেন। যদিও সেই দিন রাতেই অজিত পওয়ার সহ এনসিপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হয়। শরদ পওয়ারের বাড়ি থেকে বেরিয়ে অজিত পওয়ার জানিয়েছিলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য শরদ পওয়ার দুই-তিনদিন সময় চেয়েছেন। তবে সূত্রের খবর, আগামিকালই মুম্বইয়ে এনসিপির সদর দফতরে বৈঠক হতে পারে, যেখানে মুখ্য আলোচ্য বিষয় হবে শরদ পওয়ার বেছে নেওয়া।