AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: ‘বাবার দেখানো পথই আমার রাস্তা’, লাদাখে রাজীব গান্ধীর জন্মবার্ষিকী পালন করে টুইট রাহুলের

Rajiv Gandhi birthday celebration: শনিবারই মোটরবাইকে চেপে লাদাখের প্যাংগং লেকে পৌঁছন রাহুল গান্ধী। বাবার জন্মদিন পালন করতেই এখানে এসেছেন বলে জানিয়েছিলেন তিনি।

Rahul Gandhi: 'বাবার দেখানো পথই আমার রাস্তা', লাদাখে রাজীব গান্ধীর জন্মবার্ষিকী পালন করে টুইট রাহুলের
লাদাখে রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন রাহুল গান্ধীর।Image Credit: ANI
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 8:02 PM
Share

লাদাখ: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পছন্দের অন্যতম স্থান ছিল লাদাখের প্যাংগং হ্রদ (Pangong Lake) এলাকা। রবিবার, তাঁর (Rajiv Gandhi) জন্মবার্ষিকীতে সেই প্যাংগং হ্রদের তীরে গিয়ে বাবাকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী। রাজীব গান্ধীর ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে এদিন তাঁর অসম্পূর্ণ স্বপ্ন পূরণের অঙ্গীকার করলেন রাজীব-তনয়। সেই অঙ্গীকার নিজেই টুইট করে জানিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

কী অঙ্গীকার করলেন রাহুল গান্ধী?

রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এদিন রাহুল গান্ধী টুইটারে হিন্দিতে লেখেন, “বাবা, ভারতের জন্য আপনার চোখে যে স্বপ্ন ছিল, সেগুলি আজও অমূল্য স্মৃতিতে ধরা পড়ে। আপনার দেখানো পথই আমার রাস্তা – প্রতিটি ভারতীয়ের লড়াই এবং স্বপ্ন বোঝার চেষ্টা করছি, ভারত মাতার কণ্ঠস্বর শুনছি।”

শনিবারই মোটরবাইকে চেপে লাদাখের প্যাংগং লেকে পৌঁছন রাহুল গান্ধী। বাবার জন্মদিন পালন করতেই এখানে এসেছেন বলে জানিয়েছিলেন তিনি। লাদাখের রাস্তায় বাইক-ট্রিপের ছবি নিজেই টুইটারে শেয়ার করেছেন রাহুল। বাবার স্মৃতিচারণা করে রাজীব-তনয় লিখেছিলেন, “বিশ্বের অন্যতম সুন্দর জায়গা বলে মনে করতেন রাজীব গান্ধী।”

যদিও লাদাখের মসৃণ রাস্তায় রাহুলের বাইক-ট্রিপের ছবি নিয়ে খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। মোদী সরকার লাদাখে যে অসাধারণ রাস্তা তৈরি করেছে, তার প্রচার রাহুল গান্ধী করছেন বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। আবার সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর কটাক্ষ, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর লেহ-লাদাখে যে উন্নতি হয়েছে, তা চাক্ষুষ করতে ও প্রচার করতে রাহুল গান্ধী নিজে সফরে গিয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মোটরবাইকে লেহ সফরে যান রাহুল গান্ধী। পরে তিনি সেখান থেকে লাদাখের প্য়াংগং লেক যান। আগামী কাল তাঁর কার্গিল সফরে যাওয়ার কথা রয়েছে।