কমলনাথের ‘আইটেম’ মন্তব্য দুঃখজনক: রাহুল

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 27, 2020 | 8:09 AM

দাবরায় কংগ্রেস প্রার্থী সুরেশ রাজার সমর্থনে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কমলনাথ প্রতিদ্বন্দ্বী দলিত নেত্রী ইমারতি দেবীকে আইটেম বলেন। এরপরই ওঠে সমালোচনার ঝড়।

কমলনাথের আইটেম মন্তব্য দুঃখজনক: রাহুল

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: মধ্যপ্রদেশের মন্ত্রী ইমারতি দেবী (Imarati Devi)-কে ‘আইটেম’ বলে বিতর্কে ফেঁসেছেন কংগ্রেস নেতা কমলনাথ (Kamalnath)। মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) কুরুচিকর ভাষার নিন্দা করে তাঁর এই মন্তব্যকে দুঃখজনক বলে অ্যাখ্যা দিলেন। রাহুল গান্ধি বলেন, “কমলনাথজি আমার দলের সদস্য হলেও ব্যক্তিগতভাবে এইধরনের ভাষাকে আমি সমর্থন করি না। তিনি যেই হন না কেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক।”

নারীদের সম্মান করার উপদেশ দিয়ে তিনি বলেন,”আমার মনে হয় প্রতিটি স্তরেই নারীদের প্রতি আমাদের আচরণ উন্নত করা উচিত…আমাদের নারীরা আমাদের গর্ব এবং তাঁদের সুরক্ষা দেওয়া উচিত।”

রবিবার দাবরায় কংগ্রেস প্রার্থী সুরেশ রাজার সমর্থনে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়েই বেফাঁস মন্তব্যটি করেন কমলনাথ (Kamalnath Item remarks)। তিনি রাজাকে অত্যন্ত সাধারণ একজন মানুষ বলে অ্যাখ্যা দেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দলিত নেত্রী ইমারতি দেবীর নাম না উল্লেখ করেই তিনি বলেন, “আমি কেন তার নাম নেব? আপনারা আমার থেকে ভালো তাঁকে চেনেন, উনি যা আইটেম।”

এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধি (Sonia Gandhi)-কে চিঠি লেখেন। এরপরই আজ সকালে সাফাই দিয়ে কমলনাথ (Kamalnath) বলেন, তিনি যে শব্দটি ব্যবহার করেছেন, তার নানা অর্থ হতে পারে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) নির্বাচনে গতি পেতে বিষয়টি নিয়ে রাজনীতি করছেন।”

শিবরাজ সিংকেও চিঠি লেখেন তিনি। সেই চিঠিতে তিনি লেখেন, “আমি দাবরার জনসভায় কোনও অপমানজনক কথা বলিনি। তবুও আপনি মিথ্যা পরিবেশন করছেন।” তিনি দাবি করেন, চৌহানের শাসনকালে মধ্যপ্রদেশ মহিলাদের জন্য অসুরক্ষিত রাজ্য হয়ে উঠেছে এবং বিগত ১৫ বছরে নারীদের উপর অত্যাচারে শীর্ষে উঠে এসেছে।

অন্যদিকে ন্যাশনাল কমিশন ফর উইমেনের (NCW) তরফ থেকেও কমলনাথের মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং কমল নাথের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে।

Next Article