Rahul Gandhi: হস্টেল সফরের সমালোচনা করে ‘বহিরাগত’ রাহুল গান্ধীকে নোটিস দিল্লি বিশ্ববিদ্যালয়ের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 11, 2023 | 1:15 PM

Delhi University: রাহুল গান্ধীর দিল্লি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে সময় কাটানোর ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার পরই বিষয়টি নিয়ে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পর দেওয়া হল এই নোটিস। সেখানে রাহুলের এই সফরকে ‘হঠাৎ’ এবং ‘অনুমোদনহীন’ বলে দাবি করা হয়েছে।

Rahul Gandhi: হস্টেল সফরের সমালোচনা করে ‘বহিরাগত’ রাহুল গান্ধীকে নোটিস দিল্লি বিশ্ববিদ্যালয়ের
দিল্লি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রাহুল গান্ধী

Follow Us

নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ছাত্রদের হস্টেলে গত সপ্তাহে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে গিয়ে হস্টেলে থাকা ছাত্রদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মধ্যাহ্নভোজনও সেরেছিলেন। এই ঘটনা নিয়ে রাহুল গান্ধীকে নোটিস পাঠানো হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে। সেখানে রাহুলকে বহিরাগত তকমা দেওয়া হয়েছে। পাশাপাশি হঠাৎ করে আসার জন্য এই আচরণকে অনুপযুক্ত বলা হয়েছে। এ ভাবে হস্টেলে ঢুকে হস্টেলের নিয়মভঙ্গের অভিযোগ তোলা হয়েছে রাহুলের বিরুদ্ধে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে রাহুলকে। গত সপ্তাহে দিল্লি বিশ্ববিদ্যালয়ে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন রাহুল। আবাসিক ছাত্রদের সঙ্গে আলোচনার পাশাপাশি তাঁদের সমস্যার কথাও শুনেছিলেন। এক সঙ্গে খাবারও খেয়েছিলেন।

 

রাহুল গান্ধীকে পাঠানো দিল্লি বিশ্ববিদ্যালয়ের নোটিসে হ্যান্ডবুক অব ইনফরমেশন অ্যান্ড রুসলের ১৫.১৩ ধারার কথা উল্লেখ করা হয়েছে। সেই নিয়মে লেখা, “হস্টেলের কোনও আবাসিক হস্টেল চত্বরে পড়াশোনা ও রেসিডেন্ট কাউন্সিল ছাড়া অন্য কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবেন না।” সেই নোটিসে আরও লেখা হয়েছে, “দিল্লি বিশ্ববিদ্যালয় আইন, ১৯২২ অনুসারে হস্টেল পরিচালিত হয়। এখানকার আবাসিকদের জন্য বেশকিছু নিয়ম রয়েছে। ‘রুলস অব রেসিডেন্ট’, ‘রুলস অব ডাইনিং হল’ অ্যান্ড ‘গেস্টস’-এর মতো আইন তৈরি হয়েছে হস্টেল ব্যবস্থাকে সঠিক ভাবে পরিচালনা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য।” হঠাৎ করে রাহুল গান্ধীর আগমনে এই নিয়মই ভঙ্গ হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

রাহুল গান্ধীর দিল্লি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে সময় কাটানোর ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তার পরই বিষয়টি নিয়ে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পর দেওয়া হল এই নোটিস। সেখানে রাহুলের এই সফরকে ‘হঠাৎ’ এবং ‘অনুমোদনহীন’ বলে দাবি করা হয়েছে। রাহুলকে ‘বহিরাগত’ তকমা দিয়ে ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাহুল যদি ভবিষ্যতেও এ ধরনের আচরণ করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Next Article