নয়া দিল্লি: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে গোটা দেশ উত্তাল। এর মধ্যেই এবার বাংলো ছাড়ার নোটিশ পেলেন সনিয়া-পুত্র (Rahul Gandhi)। সোমবারই লোকসভার হাউসিং কমিটির তরফে রাহুল গান্ধীকে সরকারি বাংলো (Bunglow) ছাড়ার নোটিস দেওয়া হয়েছে। বাংলো ছাড়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে রাহুলকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এরকম কোনও নোটিস পাননি বলে রাহুল গান্ধীর তরফে দাবি করা হয়েছে।
২০০৪ সাল থেকে সাংসদ পদে রয়েছেন রাহুল গান্ধী। ফলে সাংসদ কোটায় নয়া দিল্লিতে ১২, তুঘলক লেনের বাংলো পেয়েছেন তিনি। ২০০৪ সাল থেকেই তাঁর নামে ওই বাংলো রয়েছে। কিন্তু, সম্প্রতি তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে। সেজন্যই ওই সরকারি বাংলো খালি করার নির্দেশ দিল লোকসভা হাউসিং কমিটি। আগামী একমাসের মধ্যেই বাংলোটি খারিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও সুরাট আদালতের রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধী উচ্চ আদালতে যাবেন বলে কংগ্রেস সূত্রে খবর। কিন্তু, তার আগেই সাংসদ পদ খারিজ হওয়ার পাঁচদিনের মাথাতেই সরকারি বাংলো ছাড়ার নোটিস দিল লোকসভা হাউসিং কমিটি। যদিও এরকম কোনও নোটিস এখনও হাতে আসেনি বলেই রাহুল গান্ধীর তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত ২২ মার্চ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু-বছরের কারাদণ্ড দেয় সুরাট আদালত। তার একদিন পরই আদালতের রায়ের ভিত্তিতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ। যা নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে। এর উপর রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নোটিসে সেই আগুনে ঘৃতাহুতি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এর আগে ২০২০ সালের জুলাইয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাহুল-সহোদরা প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও লোধি এস্টেটে সরকারি বাংলো ছেড়েছিলেন। তবে রাহুলের সাংসদ পদ খারিজের বিষয়টি মেনে নেওয়া হবে না এবং এর বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে কংগ্রেস।