Rahul Gandhi: গালে কাঁচা-পাকা দাড়ি, পরনে ধুতি! রাহুল গান্ধীর এই অবস্থা কেন জানেন?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 21, 2022 | 6:59 PM

Andhra Pradesh: রাহুলের নেতৃত্বে শুরু হওয়া ১২ টি রাজ্য ও ২টি কেন্দ্র শাসিত অঞ্চল প্রদক্ষিণ করবে। অন্যান্য কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে রাহুল গান্ধী প্রত্যেকদিন কমপক্ষে ২০ কিলোমিটার রাস্তায় হাঁটছেন।

Rahul Gandhi: গালে কাঁচা-পাকা দাড়ি, পরনে ধুতি! রাহুল গান্ধীর এই অবস্থা কেন জানেন?
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: অচেনা অবতারে ধরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। অন্ধ্র প্রদেশের (Andra Pradesh) মন্ত্রালায়মের শ্রী রাঘবেন্দ্র স্বামী মন্দিরে পুজো দিতে গিয়ে সম্পূর্ণ নতুন রূপে ধরা দিয়েছেন কংগ্রেস সাংসদ। শুক্রবার নতুন বেশে রাহুল গান্ধীর ছবি গোটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ৭ সেপ্টেম্বর রাহুলের নেতৃত্বে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল। ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে এই যাত্রা কাশ্মীরে শেষ হবে। অন্ধ্র প্রদেশের মঠে পুজো দেওয়ার সময় রাহুলকে প্রথাগত ভাবে ধুতি পড়তে দেখা গিয়েছে। কংগ্রেসের তরফে টুইট করে বলা হয়েছে, “মন্ত্রালায়মে শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠে পুজো দেওয়ার পর শ্রী সুবুধেন্দ্র তীর্থজির সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস নেতা।”

ভারত জোড়ো যাত্রা নিয়ে অন্ধ্র প্রদেশে পৌঁছতে বিশাল জমায়েত করে জনতা তাদের স্বাগত জানিয়েছেন। টুইট করে অন্ধ্র প্রদেশের বাসিন্দাদের ধন্যবাদ দিয়েছেন রাহুল। টুইটে রাহুল গান্ধী লেখেন, “যাত্রাকে দুর্দান্তভাবে সমর্থন করার জন্য আমি অন্ধ্র প্রদেশের কাছে কৃতজ্ঞ। এখানকার মানুষের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও সুদৃঢ়। কঠোর পরিশ্রম দিয়ে এই ভালোবাসাকে সম্মান জানাবে কংগ্রেস। অন্ধ্র প্রদেশের মানুষকে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করব।”

রাহুলের নেতৃত্বে শুরু হওয়া ১২ টি রাজ্য ও ২টি কেন্দ্র শাসিত অঞ্চল প্রদক্ষিণ করবে। অন্যান্য কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে রাহুল গান্ধী প্রত্যেকদিন কমপক্ষে ২০ কিলোমিটার রাস্তায় হাঁটছেন। কন্যাকুমারী থেকে শুরু হয়ে ৫ মাসের মধ্যে এই যাত্রা কাশ্মীরে পৌঁছবে বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। যাত্রা শুরু হওয়ার পর ২২ বছরের প্রথমবার কংগ্রেস সভাপতি নির্বাচন সমাপ্ত হয়েছে। ২০ বছর পর এই প্রথম অ-গান্ধী কংগ্রেস নেতা হিসেবে রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরকে হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

Next Article