নয়া দিল্লি: কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর আক্রমণের জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সঙ্গে, ইন্ডিয়ান মুজাহিদিন এবং পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো সন্ত্রাসবাদী সংগঠনের নাম উল্লেখ করে তীব্র আক্রমণ শানিয়েছিলেন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের বিরুদ্ধে। এর প্রতিক্রিয়ায় টুইট করে রাহুল গান্ধী জানালেন, প্রধানমন্ত্রী তাঁদের বিরুদ্ধে যাই বলুন না কেন, বিরোধী জোটই আসল ইন্ডিয়া বা ভারত। আর এই ভারতের ধারণাতেই মণিপুরকেল নতুন করে গঠন করবেন তাঁরা। টুইটে রাহুল লেখেন, “মোদীজি আপনি আমাদের যা খুশি নামে ডাকতে পারেন। আমরা ইন্ডিয়া। মণিপুরে স্বাভাবিক অবস্থা ফেরাতে এবং সেই রাজ্যের প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মুছিয়ে দেব আমরা। আমরা রাজ্যের সমস্ত মানুষের মধ্যে ভালবাসা এবং শান্তি ফিরিয়ে আনব। আমরা ভারতের ধারণায় মণিপুর পুনর্নির্মাণ করব।”
মণিপুর হিংসা নিয়ে সংসদে অচলাবস্থার মধ্যে, এদিন সকালে বিজেপির সংসদীয় বোর্ডের এক বৈঠক হয়। বৈঠকে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোটকে দিকভ্রষ্ট বলে সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি দাবি করেন, ইংরেজরা যেমন বাইরে থেকে এসে নিজেদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়েছিল। তেমনই বিরোধী দলগুলি নিজেদের ইন্ডিয়া নামে ডাকছেয। কিন্তু, ইংরেজদের মতোই তাদেরও সাধারণ মানুষের সঙ্গে কোনও যোগ নেই। তিনি আরও জানান, ইন্ডিয়ান মুজাহিদিন বা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো জঙ্গি সংগঠনগুলির নামেও ইন্ডিয়া শব্দটি রয়েছে। শুধুমাত্র দেশের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। তিনি আরও বলেন, বিরোধীরা এমন আচরণ করছে, যাতে মনে হচ্ছে তারা দীর্ঘকাল ধরে বিরোধী আসনেই থাকতে চায়।
Call us whatever you want, Mr. Modi.
We are INDIA.
We will help heal Manipur and wipe the tears of every woman and child. We will bring back love and peace for all her people.
We will rebuild the idea of India in Manipur.
— Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2023
প্রধানমন্ত্রী মোদীর এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। তিনি ফের একবার মণিপুরের হিংসার বিষয়ে সংসদের উভয় কক্ষে প্রদানমন্ত্রীর বিশদ বিবৃতি দাবি করেছেন। খাড়্গে বলেছেন, মণিপুরে ৮৩ দিন ধরে লাগাতার হিংসা চলছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সংসদে বিশদ বিবৃতি দিতে হবে। তিনি টুইট করে বলেছেন, “মণিপুর হিংসার বিষয়ে ভারত মোদী সরকারের কাছে জবাব চায়”। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদীর অহং ত্যাগ করে মণিপুর নিয়ে দেশকে আশ্বস্ত করার সময় এসেছে।” আরও এক টুইটে কংগ্রেস সভাপতি বলেন, “আমরা মণিপুরের কথা বলছি, প্রধানমন্ত্রী সংসদের বাইরে ‘ইন্ডিয়া’কে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ বলে ডাকছেন!” তিনি আরও বলেন, ইন্ডিয়া অর্থাৎ ভারতকে ভালো-খারাপ বলে প্রধানমন্ত্রী পদের মর্যাদা ক্ষুণ্ণ করছেন নরেন্দ্র মোদী।