Rahul Gandhi: গায়ে ভারতের জার্সি, হাতা গুটিয়ে বোলিং করলেন রাহুল, ছক্কা হাঁকিয়ে চমকে দিল খুদে সমর্থকও! দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 03, 2022 | 2:37 PM

Bharat Jodo Yatra: গতকালই ভারত-বাংলাদেশের মধ্যে ক্রিকেট ম্যাচ ছিল। সেখানে ভারত লাস্ট ওভারে দুর্দান্ত খেলে ৫ রানে জিতে যায়।  ভারতের এই জয়ের পরই যাত্রার মাঝে মাঝরাস্তায় ক্রিকেট খেলতে নামেন রাহুল গান্ধী।

Rahul Gandhi: গায়ে ভারতের জার্সি, হাতা গুটিয়ে বোলিং করলেন রাহুল, ছক্কা হাঁকিয়ে চমকে দিল খুদে সমর্থকও! দেখুন ভিডিয়ো
ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন রাহুল গান্ধী।

Follow Us

হায়দরাবাদ: জনসভা, র‌্যালি চলতেই থাকবে, কিন্তু তার মাঝে মজা-আনন্দও থাকা দরকার। এই মন্ত্র নিয়েই ভারত জোড়ো যাত্রার নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জনসংযোগ অভিযানেই কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পদযাত্রা শুরু করেছে কংগ্রেস। বর্তমানে তেলঙ্গানায় প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা। সেখানেই যাত্রার মাঝে ক্রিকেট খেলতে নেমে পড়লেন রাহুল গান্ধী। ভারতের জার্সি পরা এক কিশোরের সঙ্গেই তিনি মাঝপথে ক্রিকেট খেলতে শুরু করলেন তিনি। পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিলেন কংগ্রেসের বাকি নেতারা।

টুইটারে নিজেই ক্রিকেট খেলার ভিডিয়ো শেয়ার করেছেন রাহুল গান্ধী। ভিডিয়োয় দেখা গিয়েছে, জামার হাতা গুটিয়ে বল করছেন রাহুল, ব্যাট করছেন ভারতের জার্সি পরা কিশোর। তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া কংগ্রেসের বাকি নেতারা। বেশ কয়েকবার বল করার পর ওই কিশোর একবার ব্যাট হাঁকিয়ে মারে। বেশ কিছু দূর গিয়ে বলটি পড়তেই হাততালি দেন উপস্থিত সকলে। হাসি মুখে রাহুল ওই কিশোরকে বলেন, “ওয়েল প্লেয়ড”। এরপরে তিনি ব্যাটেও স্বাক্ষর করে দেন।

উল্লেখ্য, গতকালই ভারত-বাংলাদেশের মধ্যে ক্রিকেট ম্যাচ ছিল। সেখানে ভারত লাস্ট ওভারে দুর্দান্ত খেলে ৫ রানে জিতে যায়।  ভারতের এই জয়ের পরই যাত্রার মাঝে মাঝরাস্তায় ক্রিকেট খেলতে নামেন রাহুল গান্ধী। ভিডিয়োয় তিনি ভারতীয় ক্রিকেট দলকেও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য। টুইটে তিনি লেখেন, “দেখেছেন, ভারতীয় জার্সি পরলে কী হয়… আপনাকে অদমনীয় বানিয়ে দেয় এই জার্সি।”

বর্তমানে তেলঙ্গানায় চলছে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ভারত জোড়ো যাত্রা। মঙ্গলবার এই যাত্রায় যোগ দেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গেও। সেখানেই সভামঞ্চ থেকে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে আক্রমণ করেন রাহুল গান্ধী।

Next Article