Rahul Gandhi: ‘মোদী দুই জনের কথা শোনেন’, নাম জানিয়ে কটাক্ষ রাহুল গান্ধীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 09, 2023 | 3:38 PM

Rahul Gandhi: মণিপুরে হিংসা থামাতে সেনার প্রয়োগ ঠিকভাবে করা হচ্ছে না বলেও অভিযোগ রাহুলের। তাঁর দাবি, "ভারতীয় সেনা একদিনে মণিপুরে শান্তি ফেরাতে পারে। কিন্তু, সেনার প্রয়োগ ঠিকভাবে করা হচ্ছে না।"

Rahul Gandhi: মোদী দুই জনের কথা শোনেন, নাম জানিয়ে কটাক্ষ রাহুল গান্ধীর
সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর।
Image Credit source: sansad tv

Follow Us

নয়া দিল্লি: চার মাস পর সোমবারই সংসদে ফিরেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তার দু-দিন পর আজ, বুধবার অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) নিশানা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশের কণ্ঠস্বর শোনেন না। মোদী শুধু দুজনের কথা শোনেন, অমিত শাহ এবং আদানির।” মণিপুরে অশান্তি না থামা প্রসঙ্গেও প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী।

মণিপুরে তিন মাস ধরে অশান্তি হয়ে চলার ঘটনা প্রসঙ্গে এদিন লোকসভায় রামায়ণের প্রসঙ্গও তুলে ধরেন রাহুল গান্ধী। রামায়ণের লঙ্কায় অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে নাম না করে কেন্দ্রকে কড়া সতর্কবার্তাও দেন রাহুল। তিনি বলেন, “রাবণের অহঙ্কারের জন্য়ই লঙ্কা জ্বলেছিল, অহঙ্কারের জন্যই তাঁর মৃত্যু হয়েছিল।” এপ্রসঙ্গে নাম না করে শাসকদলকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “পুরো দেশে আপনারা কেরোসিন ঢালছেন। শুধু বারুদের অপেক্ষা।” এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পাল্টা তোপ, আপনারা বারুদ খুঁজতে-খুঁজতে কাশ্মীর পর্যন্ত চলে গিয়েছেন। এপ্রসঙ্গে ৩৭০ ধারা প্রত্যাহারের আগে পর্যন্ত কাশ্মীরের পরিস্থিতি, কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার কথাও তুলে ধরেন স্মৃতি ইরানি।

মণিপুরে হিংসা থামাতে সেনার প্রয়োগ ঠিকভাবে করা হচ্ছে না বলেও অভিযোগ রাহুলের। তাঁর দাবি, “ভারতীয় সেনা একদিনে মণিপুরে শান্তি ফেরাতে পারে। কিন্তু, সেনার প্রয়োগ ঠিকভাবে করা হচ্ছে না।” আবার মণিপুরকে খণ্ডিত করা হয়েছে বলে সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগেন রাহুল বলেন, “মণিপুরকে ভারত মনে করেন না প্রধানমন্ত্রী। মণিপুরকে আপনারা দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। মণিপুরকে হত্যা করা হয়েছে। কেবল মণিপুর নয়, ভারতমাতাকে হত্যা করা হয়েছে।”

রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাহুল গান্ধী-সহ বিরোধী সাংসদদের আচরণের তীব্র নিন্দা করে তিনি বলেন, “রাহুল গান্ধী ভারতমাতাকে হত্যা করার কথা বলছেন, আর কংগ্রেসের অন্য সাংসদরা করতালি দিচ্ছেন। এরকম ঘটনা কখনও দেখা যায়নি।” ‘ভারতমাতাকে হত্যা করা হয়েছে’ মন্তব্যের মধ্য দিয়ে রাহুল গান্ধী দেশকে অপমাণ করেছেন বলে পাল্টা তোপ দাগেন স্মৃতি ইরানি। রাহুলের অভিযোগ খণ্ডন করে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, “মণিপুর খণ্ডিত হয়নি, আর কখনও হবে না।”

Next Article