বেঙ্গালুরু: যশবন্তপুরকে বিশ্বমানের রেল স্টেশন হিসাবে গড়ে তুলতে চায় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার সে কথাই জানিয়েছেন। প্রায় ৩৭৭ কোটি টাকা খরচ করে এই স্টেশনকে ঢেলে সাজানো হবে। ফলে একেবারে খোলনলচে বদলে যাবে এই স্টেশন। এদিন রেলমন্ত্রী বেশ কিছু নির্মাণ কাজ ঘুরে দেখেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নতুনভাবে সেজে ওঠা বেঙ্গালুরুর যশবন্তপুর স্টেশনে থাকছে রুফ প্লাজা। যাত্রীরা সেখানে অপেক্ষা করতে পারবেন। সেখানে বাচ্চাদের খেলার জায়গা যেমন রাখা হবে, তেমনই চুটিয়ে শপিং করারও সুযোগ পাবেন যাত্রীরা।
যশবন্তপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন। বেঙ্গালুরু শহরের দুই প্রান্তের যোগাযোগের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। বেঙ্গালুরু (শহর), হাসান, তুমাকুরু, হুব্বালি-ধরওয়ার তো আছেই। দিল্লি থেকে যাতায়াতের ক্ষেত্রেও এই স্টেশনের গুরুত্ব রয়েছে। রেলমন্ত্রী জানান, এই রেলস্টেশনকে ব্যবহার করে বেঙ্গালুরুর দু’প্রান্তের সংযোগ বাড়ানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য।
Joined Union Railway Minister Shri @AshwiniVaishnaw to inspect the progress redevelopment of Yeshwantpur Railway Station, undertaken by the Central Government at a cost of Rs. 366 Crore.
Yeshwantpur is a crucial transport hub in Bengaluru that is undergoing a significant… pic.twitter.com/CtOwppAt3W
— Tejasvi Surya (@Tejasvi_Surya) November 27, 2023
রেলমন্ত্রী আরও বলেন, যশবন্তপুর স্টেশনটি আগামী ২০-৩০ বছরে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শহরতলির পাশাপাশি মেইনলাইন রেলওয়ে ও মেট্রোর যোগাযোগও জুড়বে এই পথে। এদিন রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তেজস্বী সূর্যও। এক্স হ্যান্ডেলে তেজস্বী লেখেন, ‘বেঙ্গালুরুতে যশবন্তপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহণ হাব। নতুন করে পরিকাঠামো সাজায় বিশ্বমানের রেল স্টেশন হতে চলেছে।’