Festival of India: নবমীতে TV9-এর দুর্গা পুজোয় অঞ্জলি দিলেন অশ্বিনী বৈষ্ণব

Festival of India: দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। শুধুমাত্র পুজো নয়, রয়েছে প্রদর্শনী, রয়েছে বিভিন্ন পণ্যের সম্ভার।

| Updated on: Oct 12, 2024 | 12:07 PM
দুর্গোৎসব প্রায় শেষের পথে। TV9-এর ফেস্টিভাল অব ইন্ডিয়ার আর মাত্র একদিন বাকি। তার আগে একে একে এলেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

দুর্গোৎসব প্রায় শেষের পথে। TV9-এর ফেস্টিভাল অব ইন্ডিয়ার আর মাত্র একদিন বাকি। তার আগে একে একে এলেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

1 / 4
তিথি অনুযায়ী, শুক্রবার ভোরেই শুরু হয়ে যায় নবমী পুজো। সেই পুজোয় অংশ নিতে TV9-এর দুর্গা পুজোয় পৌঁছে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিথি অনুযায়ী, শুক্রবার ভোরেই শুরু হয়ে যায় নবমী পুজো। সেই পুজোয় অংশ নিতে TV9-এর দুর্গা পুজোয় পৌঁছে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

2 / 4
সাদা পোশাকে পুজো মণ্ডপের সামনে গিয়ে দুর্গাকে প্রণাম জানালেন অশ্বিনী বৈষ্ণব। পুষ্পাঞ্জলিও দিলেন। দুর্গাকে প্রণাম করে প্রসাদও গ্রহণ করেন।

সাদা পোশাকে পুজো মণ্ডপের সামনে গিয়ে দুর্গাকে প্রণাম জানালেন অশ্বিনী বৈষ্ণব। পুষ্পাঞ্জলিও দিলেন। দুর্গাকে প্রণাম করে প্রসাদও গ্রহণ করেন।

3 / 4
৯ অক্টোবর থেকে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে এই অনুষ্ঠান। ১৩ অক্টোবর পর্যন্ত চলবে TV9-এর ফেস্টিভাল অব ইন্ডিয়া।

৯ অক্টোবর থেকে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে এই অনুষ্ঠান। ১৩ অক্টোবর পর্যন্ত চলবে TV9-এর ফেস্টিভাল অব ইন্ডিয়া।

4 / 4
Follow Us: