Train: ট্রেনে জানালার ধারে আসন চাই? ঘরে বসেই বেছে নিতে পারবেন এবার

Oct 08, 2024 | 11:23 AM

Train: প্রতিটি কোচে প্রায় ১১০টি করে আসন রয়েছে। যাত্রীদের আসন বেছে নেওয়ার জন্য অনেকগুলি বিকল্প থাকবে। স্লিপার কোচের আসনগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে থাকছে লোয়ার বার্থ, সেকেন্ড মিডল বার্থ, থার্ড আপার বার্থ, ফোর্থ সাইড লোয়ার বার্থ এবং ফিফথ সাইড আপার বার্থ।

Train: ট্রেনে জানালার ধারে আসন চাই? ঘরে বসেই বেছে নিতে পারবেন এবার
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

নয়া দিল্লি: ট্রেনে টিকিট কাটার পরও জানা যায় না, ঠিক কোন সিটে আপনি বসতে পারবেন। পছন্দের সিট পেলে এই ভ্রমণের মজাটাই বেড়ে যায়। সবাই চায়, জানালার ধারে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে। তবে বাড়িতে বসেও সিট পছন্দ করার উপায় আছে।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) যাত্রীদের সুবিধার্থে এমন একটি উপায় এনেছে, যাতে বাড়িতে বসেই পছন্দের সিট বেছে নিতে পারবেন আপনি। খালি বার্থের তালিকা সারা দেশের যাত্রীরা ঘরে বসেই জানতে পারবেন এবার থেকে। উপরের সিট, নীচের সিট, জানালার ধারের সিট বেছে নিয়ে বুক করতে পারবেন যাত্রীরা।

আইআরসিটিসি এখনও পর্যন্ত এই পদ্ধতি কার্যকর করেনি। ভারতীয় রেলে ভ্রমণকারী যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় তাদের পছন্দের আসন না পাওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ কথা বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

প্রতিটি কোচে প্রায় ১১০টি করে আসন রয়েছে। যাত্রীদের আসন বেছে নেওয়ার জন্য অনেকগুলি বিকল্প থাকবে। স্লিপার কোচের আসনগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে থাকছে লোয়ার বার্থ, সেকেন্ড মিডল বার্থ, থার্ড আপার বার্থ, ফোর্থ সাইড লোয়ার বার্থ এবং ফিফথ সাইড আপার বার্থ।

পদ্ধতিটি চালু হলে ট্রেনের টিকিট বুক করার সময়, আপনাকে “সিট প্রেফারেন্স অপশন” বেছে নিতে হবে। IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে কোন আসন খালি আছে। ট্রেনের নাম ও যাত্রার তারিখ লিখে সার্চ করলে মোবাইলের স্ক্রিনেই জানা যাবে, এসি থেকে স্লিপার ক্লাস পর্যন্ত কোন কোচে কোন আসন খালি রয়েছে। এরপর পছন্দের সিট বুক করতে পারবেন যাত্রীরা।

রেলের আধিকারিকদের মতে, IRCTC এই সফ্টওয়্যার চালু করলে যা যাত্রীদের তাদের পছন্দের আসন বুক করতে সাহায্য করে প্রায় প্রস্তুত। অ্যাপটি শীঘ্রই চালু করা হবে। এরপরই যাত্রীরা ঘরে বসেই তাদের পছন্দের সিট বুক করতে পারবেন।

Next Article