জব্বলপুর: ট্রেনের সামনে ঝাঁপ দিল গোটা পরিবার। রেল কর্মীর পরিবারের এমন ঘটনায় হতবাক সহকর্মীরা। রেলের ট্র্যাকম্যান ছিলেন ওই ব্যক্তি। মধ্যপ্রদেশের জব্বলপুরে চলন্ত ট্রেনের সামনে একসঙ্গে ঝাঁপ দেন চারজন। বুধবার সকালের ঘটনা। পুলিশ সুপার সুনীল নেমা জানিয়েছেন, সিহোদা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
কেমন এমন ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না কেউ। মৃত রেলকর্মীর নাম নরেন্দ্র চাধার। তাঁর এক ৬ বছরের ও এক তিন মাসের সন্তান ছিল। তাদেরকে নিয়েই আত্মঘাতী হন দম্পতি। যে রেল লাইন থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে, তার পাশেই ছিল একটি মোটরসাইকেল। সেটিতে চেপেই চারজন বাড়ি থেকে বেরিয়েছিল বলে পুলিশের অনুমান।
পুলিশ জানিয়েছে আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে দেহ।
মৃত রেলকর্মীর শ্বশুর শঙ্করলাল চৌধুরী জানিয়েছেন তাঁর মেয়ে রীনা তাঁকে দু দিন আগে ফোন করেছিলেন, ফোন করে শাশুড়ির সঙ্গে পারিবারিক সমস্যার কথা জানিয়েছিলেন। তবে পারিবারিক সমস্যা বলে মাথা গলাননি শঙ্করলাল। তবে এমন একটি ঘটনা ঘটতে চলেছে, তা অনুমানও করতে পারেননি তিনি। বুধবার সকালে পুরো ঘটনা জানতে পেরে আঁতকে ওঠেন তিনি।