Railway: এবার রেলের চমক দোতলা ট্রেন, ৩ কোটি খরচে তৈরি হচ্ছে একেকটি কোচ

Sep 25, 2024 | 11:51 PM

Double Decker Train: রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, নতুন এই ডবল ডেকার ট্রেনের একটি বগি তৈরি করতে খরচ হবে তিন কোটি টাকা। একেকটি ট্রেনে ২০টি কোচ বসানো হবে। এই ডবল ডেকার ট্রেনটি রেল কোচ ফ্যাক্টরি (ICF) কাপুরথালায় তৈরি করা হচ্ছে। ট্রায়াল রানও খুব শীঘ্রই শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Railway: এবার রেলের চমক দোতলা ট্রেন, ৩ কোটি খরচে তৈরি হচ্ছে একেকটি কোচ
ভারতীয় রেলওয়ে
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: ডবল ডেকার বাসের কথা সবাই শুনেছেন, অনেকে চেপেছেনও। কলকাতা শহরেও একসময় ছিল এই রকম ডবল ডেকার বাস। এবার কার্যত চমক দিতে চলেছে রেল। এবার আসছে ডবল ডেকার ট্রেন। অর্থাৎ ট্রেনও হবে দোতলা! শীঘ্রই এই ধরনের ট্রেন চালু করার প্রস্তুতি নিচ্ছে রেল। এই ট্রেনে একদিকে পণ্য পরিবহন করা যাবে, অন্যদিকে, যাত্রীরাও যাতায়াত করতে পারবে। ফলে একসঙ্গে দুটি কাজ হয়ে যাবে।

‘মানিকন্ট্রোল’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তৎপরতার সঙ্গে এই ট্রেন চালু করার কাজ চলছে। কোচের নীচে লাগেজ ভর্তি থাকবে এবং ওপরে যাত্রীরা থাকবেন। ভারতে ইতিমধ্যেই চলছে ডবল ডেকার ট্রেন, তবে তার সংখ্যা খুবই কম এবং সেগুলি খুব কম রুটেই চলাচল করে। তবে এখন যে সব ডবল ডেকার ট্রেন আছে, তাতে শুধুমাত্র যাত্রীরাই যাতায়াত করেন, পণ্য পরিবহন হয় না।

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, নতুন এই ডবল ডেকার ট্রেনের একটি বগি তৈরি করতে খরচ হবে তিন কোটি টাকা। একেকটি ট্রেনে ২০টি কোচ বসানো হবে। এই ডবল ডেকার ট্রেনটি রেল কোচ ফ্যাক্টরি (ICF) কাপুরথালায় তৈরি করা হচ্ছে। ট্রায়াল রানও খুব শীঘ্রই শেষ হবে বলে আশা করা হচ্ছে। ট্রেনের উপরের বগিতে ৪৬ জন যাত্রীর জন্য জায়গা থাকবে। আর নীচের বগিতে ৬টন পর্যন্ত পণ্য বহন করা যাবে। কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরির এক আধিকারিক জানিয়েছেন, রেল বোর্ডকে তিনটি ডিজাইনের পরামর্শ দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি বেছে নেওয়া হয়েছে।

এই খবরটিও পড়ুন

সূত্রের খবর, এই ট্রেনটি হবে সম্পূর্ণভাবে এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত। এই ট্রেনটি বিভিন্ন ধরনের পণ্য বহন করতে পারবে। ফলে, একদিকে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, সেই সঙ্গে রেলেরও বেশ সুবিধা হবে।

Next Article