Ashwini Vaishnaw: ঝাঁ-চকচকে কামরায় দুপাশে একটি করে আসন, এটা কোন ট্রেন বলুন তো? চ্যালেঞ্জ রেলমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 31, 2023 | 8:46 PM

Railways Minister Ashwini Vaishnaw: বুধবার (৩১ মে), একটি ঝাঁ-চকচকে রেল কোচের ছবি টুইট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ছবিটি কোন ট্রেনের কোচের ছবি, তা টুইটার ব্যবহারকারীদের অনুমান করার জন্য চ্যালেঞ্জ করেছেন রেলমন্ত্রী। দেখুন তো আপনি চিনতে পারেন কি না।

Ashwini Vaishnaw: ঝাঁ-চকচকে কামরায় দুপাশে একটি করে আসন, এটা কোন ট্রেন বলুন তো? চ্যালেঞ্জ রেলমন্ত্রীর
এটা কোন ট্রেনের ছবি, অনুমান করার জন্য চ্যালেঞ্জ রেলমন্ত্রীর

Follow Us

নয়া দিল্লি: মাঝে মধ্যেই ভারতের বিভিন্ন আকর্ষণীয় রেলস্টেশনগুলির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে সামাজিক মাধ্যমে ভারতীয় রেল সংক্রান্ত বিভিন্ন উন্নয়নের খবরও দিয়ে থাকেন রেলমন্ত্রী। বুধবার (৩১ মে), ফের এরকম এক খবর শেয়ার করলেন তিনি। এদিন একটি ট্রেনের কোচের ছবি টুইট করেছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন একটি নতুন ট্রেন তৈরি হচ্ছে। ছবিটি কোন ট্রেনের কোচের ছবি, তা টুইটার ব্যবহারকারীদের অনুমান করার জন্য চ্যালেঞ্জ করেছেন রেলমন্ত্রী।

তার পোস্ট করা ছবিটি একটি ঝাঁ-চকচকে ট্রেনের বগির ছবি। কোচটির দুই পাশে একটি করে বেগুনি রঙের গদি আঁটা আসন রয়েছে, মাঝে অনেকটা চওড়া জায়গা। আসনগুলির পাশে বাইরের দৃশ্য উপভোগ করার জন্য বড় মাপের কাচের জানালা রয়েছে। জানালাগুলি স্থায়ীভাবে আটকানো বলে মনে হচ্ছে, অর্থাৎ, কামরাটি শীতাতপ নিয়ন্ত্রিত বলেই মনে হচ্ছে। দুইপাশের আসনগুলির সামনে বড় মাপের টেবিলও রয়েছে, যেখানে খাদ্যগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন কাজ সারতে পারবেন যাত্রীরা। এই ছবি পোস্ট করে সঙ্গের ক্যাপশনে অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, ‘অনুমান করতে পারেন এটি কোন ট্রেন তৈরি হচ্ছে?”


এই নয়া ট্রেনের কামরার ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যাত্রীদের অনুমান করার জন্য রেলমন্ত্রী একটি হিন্ট বা ইঙ্গিতও দিয়েছেন – “জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল।” এর থেকে সহজেই অনুমেয় যে, কোচটি কোনও পাহাড়ি জায়গায় ট্রেনের। অনেকেই দাবি করেছেন, এই কোচটি কালকা-সিমলা পথের নয়া টয় ট্রেনের অংশ। এই মতের সমর্থকরা আরও জানিয়েছেন, নয়া কোচটি ‘আরসিএফ কাপুরথালা’ নকশা করেছে। যাঁরা ট্রেনটি চিনতে পারেননি, তাঁরাও কোচটির অভ্যন্তরীণ নান্দনিকতার প্রশংসা করেছেন। জানিয়েছেন, শুধুমাত্র অভ্যন্তরীণ নকশার কারণেই তাঁরা এই ট্রেনে ভ্রমণ করতে আগ্রহী।

দুদিন আগেই, কালকা-সিমলা হেরিটেজ ট্র্যাকে চারটি উন্নত মানের ভিস্তাডোম ন্যারোগেজ কোচ চালু হয়েছে। কোচগুলি কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে। ভিস্তাডোমে কাচের ছাদ এবং বড় মাপের জানালা রয়েছে। রেল কোচ ফ্যাক্টরির ডিরেক্টর জেনারেল অশেষ আগরওয়াল জানিয়েছেন ভিস্তাডোম কোচগুলি সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত বার্নিনা এক্সপ্রেসের আদলে তৈরি। প্যানারোমিক জানালা, আপগ্রেডেড বগির সঙ্গে সঙ্গে এই ট্রেনে উন্নত ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। সিসিটিভি এবং ফায়ার অ্যালার্মের মতো সুরক্ষা সংক্রান্ত আধুনিক বৈশিষ্ট্যগুলিও রয়েছে। প্রতিটি ভিস্তাডোম কামরা তৈরিতে প্রায় ১.৩ কোটি টাকা করে খরচ হয়েছে।

Next Article