Suicide: এ কেমন প্রেম? একসঙ্গে ঝাঁপ দিতে গিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে এল যুবতী, ট্রেনে কাটা পড়লেন যুবক!

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 03, 2024 | 11:20 AM

Rajasthan: বৃহস্পতিবার রাতে ওই যুগল সিদ্ধান্ত নেয়, অশান্তি থেকে মুক্তি পেতে তাঁরা একসঙ্গে আত্মহত্যা করবে। খেড় গ্রামের কাছে একটি রেল স্টেশনে যায় তাঁরা। ট্রেন আসতেই একসঙ্গে ঝাঁপ দেওয়ার জন্য এগোলেও, শেষ মুহূর্তে পিছিয়ে আসে যুবতী। একাই ঝাঁপ দেন ওই যুবক। ট্রেনের নীচে কাটা পড়েন তিনি।

Suicide: এ কেমন প্রেম? একসঙ্গে ঝাঁপ দিতে গিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে এল যুবতী, ট্রেনে কাটা পড়লেন যুবক!
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

জয়পুর: বয়সের বিস্তর ফারাক, বিবাহিত এক ব্যক্তির প্রেমেই হাবুডুবু খাচ্ছিল যুবতী। বাড়িতে জানাজানি হতেই শুরু হয় অশান্তি। এদিকে, প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙতে নারাজ যুবতী। ওই যুবকও স্ত্রী-সন্তানদের ছেড়ে তাঁকে বিয়ে করতে এক পায়ে রাজি। দিনে দিনে এই সম্পর্ক ঘিরে অশান্তি বেড়েই চলেছিল। শেষ অবধি যুগল সিদ্ধান্ত নিল, একসঙ্গেই জীবন শেষ করে দেবে। যেমন ভাবা, তেমন কাজ। ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার কথা ছিল দুইজনেরই, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে এল যুবতী। ট্রেনে কাটা পড়লেন একা যুবক।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের বালোত্রা জেলায়। মৃত যুবকের নাম রাজু ভাট (৩৪)। তিনি বিবাহিত, দুই সন্তানও রয়েছে তাঁর। বিগত এক বছর ধরে তাঁর সম্পর্ক গড়ে ওঠে রবীনা নামক বছর কুড়ির এক যুবতীর সঙ্গে। দুইজনের বাড়িতে জানাজানি হতেই অশান্তি শুরু হয়, কিন্তু তাঁরা সম্পর্ক ভাঙতে নারাজ ছিলেন।

বৃহস্পতিবার রাতে ওই যুগল সিদ্ধান্ত নেয়, অশান্তি থেকে মুক্তি পেতে তাঁরা একসঙ্গে আত্মহত্যা করবে। খেড় গ্রামের কাছে একটি রেল স্টেশনে যায় তাঁরা। ট্রেন আসতেই একসঙ্গে ঝাঁপ দেওয়ার জন্য এগোলেও, শেষ মুহূর্তে পিছিয়ে আসে যুবতী। একাই ঝাঁপ দেন ওই যুবক। ট্রেনের নীচে কাটা পড়েন তিনি। ট্রেনের গার্ড ও স্টেশনের অন্যান্য কর্মীরা রাজুর দেহ উদ্ধার করে। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যায়।

পুলিশ মৃতের পরিবারের হাতে দেহ তুলে দিতে গেলে, তাঁরা দেহ নিতে অস্বীকার করেন। ওই যুবতী ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন।  মৃত যুবকের দাদা দাবি করেন, এর আগেও যুবতীর পরিবার রাজুকে খুনের হুমকি দিয়েছিল। পরিকল্পনা করেই তাঁকে খুন করা হয়েছে। দেহটি রেললাইনে রেখে, তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে।

Next Article