Man Beaten: কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা, ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মুখে প্রস্রাব ঢেলে দিল গ্রামবাসী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 07, 2023 | 10:11 PM

কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। সেই অপরাধে ব্যক্তিকে গাছে বেঁধে গণপিটুনি দিল গ্রামবাসী।

Man Beaten: কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা, ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মুখে প্রস্রাব ঢেলে দিল গ্রামবাসী
গাছে বেঁধে গণপিটুনি। প্রতীকি ছবি।

Follow Us

যোধপুর: কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। সেই অপরাধে ব্যক্তিকে গাছে বেঁধে গণপিটুনি দিল গ্রামবাসী। এখানেই শেষ নয়, তাঁর মুখে প্রস্রাব ঢেলে দেওয়া হল। অবশেষে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর জেলায়। গোটা ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুলিশ জানায়, জালোর জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ওই ব্যক্তিকে গাছে বেঁধে গণপিটুনি দেওয়া এবং মুখে প্রস্রাব ঢেলে দেওয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ওই ব্যক্তির বিরুদ্ধেও পস্কো ধারায় মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রহৃত ওই ব্যক্তি রবিবার রাতে বাড়ির অদূরে এক কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে অভিযোগ। সেই সময় ওই কিশোরীর পরিবার তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। তারপর তাঁরা তাঁকে দড়ি দিয়ে গাছে বাঁধেন এবং কিশোরীর পরিবারের সদস্য ও গ্রামবাসী মিলে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

এদিকে, ওই ব্যক্তিকে গাছে বেঁধে মারধর করার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁর বাড়ির লোকজন। পুলিশকেও খবর দেন তাঁরা। তবু উত্তেজিত জনতা তাঁকে ছাড়েননি। বরং হুমকি দিয়ে গ্রামবাসী ওই ব্যক্তির মুখে প্রস্রাব ঢেলে দেয় বলে অভিযোগ। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। গোটা ঘটনাটির ভিডিয়োবন্দিও করা হয়েছে এবং বর্তমানে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জালোরের পুলিশ সুপারিটেন্ডেন্ট হর্ষবর্ধন আগরওয়াল বলেন, এই ঘটনায় কেউ কোনও এফআইআর দায়ের করেননি। তবে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তার ভিত্তিতে ব্যক্তিকে মারধর এবং মুখে প্রস্রাব ঢেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমরা কয়েকজনকে শনাক্ত করেছি এবং ৬ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে পস্কো ধারায় মামলা রুজু করা হয়েছে। কিশোরীর বয়ান রেকর্ড করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন জালোরের এসপি।

Next Article