Flight Hijack Tweet: রুট পরিবর্তন হতেই করেছিলেন টুইট, বিমান থেকেই ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ওই যাত্রীকে!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 27, 2023 | 8:24 AM

SpiceJet Flight: বুধবার দুবাই থেকে জয়পুরে ফিরছিল বিমানটি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানটির রুট ঘুরিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

Flight Hijack Tweet: রুট পরিবর্তন হতেই করেছিলেন টুইট, বিমান থেকেই ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ওই যাত্রীকে!
স্পাইসজেট বিমান। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: মজাচ্ছলে করা একটি টুইট (Tweet)। তার জেরেই ভয়ঙ্কর মাশুল গুনতে হল যাত্রীকে। ভুয়ো তথ্য দিয়ে টুইট করার জন্য বিমান থেকেই নামিয়ে দেওয়া হল এক যাত্রীকে। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি(Delhi)-তে। জানা গিয়েছে, স্পাইসজেটের (SpiceJet) দুবাই থেকে রাজস্থানের জয়পুরের বিমানে চেপে ছিলেন ওই যাত্রী। হঠাৎ বিমানের রুট বদল হতেই ওই ব্যক্তি টুইট করে লেখেন, দুবাই থেকে আগত বিমানটি হাইজ্যাক (Hijack) হয়ে গিয়েছে। তাঁর এই টুইট দেখেই চাঞ্চল্য ছড়ায়। গোটা বিষয়টি উড়ান সংস্থা জানতে পেরেই ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রীর নাম মোতি সিং রাঠোর (২৯)। তিনি রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা। বুধবার দুবাই থেকে জয়পুরে ফিরছিল বিমানটি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানটির রুট ঘুরিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ দিল্লিতে অবতরণ করানো হয় বিমানটি। দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ বিমানটিকে গন্তব্যে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। সেই সময়ই ওই যাত্রী টুইট করেন যে বিমানটি হাইজ্যাক করা হয়েছে।

যারা ওই ব্যক্তির টুইট দেখতে পান, তারা আতঙ্কিত হয়ে পড়েন। ভাইরাল হতে শুরু করে ওই ব্যক্তির টুইট। এদিকে, স্পাইসজেট সংস্থাও ওই টুইট দেখতে পায়। এরপরই ওই যাত্রীকে বিমান থেকে তাঁর ব্যাগপত্র সহ নামিয়ে দেওয়া হয়। কাছের পুলিশ স্টেশনে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। অন্যদিকে, আতঙ্কে ফের একবার বিমানটিতে সমস্ত রকমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। এরপরে গন্তব্যে উড়ে যায় বিমানটি। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Next Article