AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajasthan: ভগবান বিষ্ণুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন পূজা, সিঁদুরের জায়গায় সিঁথিতে উঠল চন্দন, দেখুন ছবিগুলি

রাজস্থানে সম্প্রতি ভগবান বিষ্ণুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৩০ বছরের এক যুবতী। কেন এরকম বিবাহ করলেন তিনি? দেখুন ছবিতে ছবিতে।

| Edited By: | Updated on: Dec 16, 2022 | 9:41 AM
Share
রাজস্থান মীরা বাইয়ের দেশ। যিনি কৃষ্ণ প্রেমে জীবন অতিবাহিত করেছিলেন। ভগবান কৃষ্ণকেই তাঁর স্বামী বলে মনে করতেন। সেই রাজস্থানই সাক্ষী হল আধুনিক যুগের মীরা বাইয়ের। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকা ৩০ বছরের পূজা সিং, সম্প্রতি ভগবান বিষ্ণুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

রাজস্থান মীরা বাইয়ের দেশ। যিনি কৃষ্ণ প্রেমে জীবন অতিবাহিত করেছিলেন। ভগবান কৃষ্ণকেই তাঁর স্বামী বলে মনে করতেন। সেই রাজস্থানই সাক্ষী হল আধুনিক যুগের মীরা বাইয়ের। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকা ৩০ বছরের পূজা সিং, সম্প্রতি ভগবান বিষ্ণুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

1 / 7
যদিও, তার এই অভিনব পদক্ষেপের কারণ, আসল মীরা বাইয়ের থেকে আলাদা। দাম্পত্য কলহের জেরে বিয়ের যাতে তাঁর জীবন নষ্ট না হয়ে যায়, তার জন্যই এই পথে পা বাড়িয়েছেন পূজা। পূজা বলেছেন, "আমি দেখেছি, খুব তুচ্ছ বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। দাম্পত্য বিবাদে তাদের জীবন নষ্ট হয়ে যায়। আর, এতে সবথেকে বেশি ক্ষতি হয় মহিলাদেরই। তাই, আমি ঠাকুরজিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।"

যদিও, তার এই অভিনব পদক্ষেপের কারণ, আসল মীরা বাইয়ের থেকে আলাদা। দাম্পত্য কলহের জেরে বিয়ের যাতে তাঁর জীবন নষ্ট না হয়ে যায়, তার জন্যই এই পথে পা বাড়িয়েছেন পূজা। পূজা বলেছেন, "আমি দেখেছি, খুব তুচ্ছ বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। দাম্পত্য বিবাদে তাদের জীবন নষ্ট হয়ে যায়। আর, এতে সবথেকে বেশি ক্ষতি হয় মহিলাদেরই। তাই, আমি ঠাকুরজিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।"

2 / 7
গত ৮ ডিসেম্বর জয়পুরের নরসিংহপুর গ্রামের বাসিন্দা পূজা, ভগবান বিষ্ণুকে বিয়ে করেছেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী। তাঁর এই বিয়েতে মত ছিল না এবং তিনি বিয়ের অনুষ্ঠানে যোগও দেননি। তবে পূজার মা রতন কানওয়ার পূজার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, তিনিই এই অভিনব বিয়েতে কন্যাদান করেছেন।

গত ৮ ডিসেম্বর জয়পুরের নরসিংহপুর গ্রামের বাসিন্দা পূজা, ভগবান বিষ্ণুকে বিয়ে করেছেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী। তাঁর এই বিয়েতে মত ছিল না এবং তিনি বিয়ের অনুষ্ঠানে যোগও দেননি। তবে পূজার মা রতন কানওয়ার পূজার সিদ্ধান্তকে সমর্থন করেছেন, তিনিই এই অভিনব বিয়েতে কন্যাদান করেছেন।

3 / 7
শুধু মাকেই নয়, তাঁর বিয়েতে পূজা পাশে পেয়েছেন পরিবার-পরিজনদেরও। প্রায় ৩০০ জন আত্মীয় ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে ভগবান বিষ্ণুর একটি মূর্তির সঙ্গে বিবাহের সমস্ত আচার-অনুষ্ঠান মেনে বিয়ে করেছেন পূজা। সিঁদুরের বদলে সিথিতে দিয়েছেন সাদা চন্দন।

শুধু মাকেই নয়, তাঁর বিয়েতে পূজা পাশে পেয়েছেন পরিবার-পরিজনদেরও। প্রায় ৩০০ জন আত্মীয় ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে ভগবান বিষ্ণুর একটি মূর্তির সঙ্গে বিবাহের সমস্ত আচার-অনুষ্ঠান মেনে বিয়ে করেছেন পূজা। সিঁদুরের বদলে সিথিতে দিয়েছেন সাদা চন্দন।

4 / 7
তিনি জানিয়েছেন, এই ধরনের বিয়েতে পরিবারের সদস্যদের রাজি করানোটা মোটেই সহজ ছিল না। তবে তিনি নিজের সিদ্ধান্তে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। শেষ পর্যন্ত মায়ের সমর্থন আদায় করেছেন।

তিনি জানিয়েছেন, এই ধরনের বিয়েতে পরিবারের সদস্যদের রাজি করানোটা মোটেই সহজ ছিল না। তবে তিনি নিজের সিদ্ধান্তে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। শেষ পর্যন্ত মায়ের সমর্থন আদায় করেছেন।

5 / 7
কীভাবে এল এই ধরনের বিবাহের ভাবনা? পূজা জানিয়েছেন, এক পুরোহিতের কাছে তিনি হিন্দু ধর্মে 'তুলসী বিবাহের' কথা শুনেছিলেন। আরও কয়েকজন ধর্মজ্ঞের সঙ্গে আলোচনা করে তিনি ভগবান বিষ্ণুকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কীভাবে এল এই ধরনের বিবাহের ভাবনা? পূজা জানিয়েছেন, এক পুরোহিতের কাছে তিনি হিন্দু ধর্মে 'তুলসী বিবাহের' কথা শুনেছিলেন। আরও কয়েকজন ধর্মজ্ঞের সঙ্গে আলোচনা করে তিনি ভগবান বিষ্ণুকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

6 / 7
বিয়ের পর কোথায় থাকছেন আধুনিক মীরা বাই? তাঁর 'ঠাকুরজি' থাকেন তাঁদের বাড়ির এক ছোট মন্দিরে। সেখানেই থাকছেন পূজা। রোজ সেখানে তিনি ঠাকুরজির জন্য ভোগ রান্না করেন, প্রতিদিন তাঁর পূজা করেন।

বিয়ের পর কোথায় থাকছেন আধুনিক মীরা বাই? তাঁর 'ঠাকুরজি' থাকেন তাঁদের বাড়ির এক ছোট মন্দিরে। সেখানেই থাকছেন পূজা। রোজ সেখানে তিনি ঠাকুরজির জন্য ভোগ রান্না করেন, প্রতিদিন তাঁর পূজা করেন।

7 / 7