নয়াদিল্লি: ভারতীয় সেনার জওয়ানদের সঙ্গে দশেরা পালন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অরুণাচল প্রদেশের তাওয়াং মঙ্গলবার রাজনাথ থাকবেন বলে সূত্রে মারফত জানা গিয়েছে। তাওয়াং বাহিনীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দশেরার দিন সস্ত্র পুজোও করবেন বলে জানা গিয়েছে।
ভারতীয় সেনার সঙ্গে দশেরা পালনের জন্য তাওয়াংকে বেছে নেওয়া নিঃসন্দেহে রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। কয়েক মাসে এই তাওয়াং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হাতাহাতিতে জড়িয়েছিল ভারত ও চিনা সেন। লাদাখের পর অরুণাচলের এই এলাতাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে। দশেরার অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাজনাথ অরুণাচল প্রদেশ বরাবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি পর্য়ালোচনা করবেন বলেও জানা গিয়েছে। তাওয়াং ছাড়াও অরুণাচলের আরও কয়েকটি জায়গায় যেতে পারেন তিনি।
ডোকালাম, লাদাখ এবং তাওয়াং। গত কয়েক বছর ধরেই ভারত ও চিনের মধ্য সীমান্ত সম্পর্কে উত্তেজনা দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে রাজনাথের সফর ঘিরে চিন কী প্রতিক্রিয়া দেয়, সেদিকেই থাকবে নজর।