Ram Mandir: সম্প্রীতির বার্তা নিয়ে রামলালার দুয়ারে পৌঁছলেন ৩৫০ মুসলিম

Feb 01, 2024 | 4:36 PM

Ram Mandir: ১৪০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়েছেন তাঁরা। সময় লেগেছে প্রায় এক মাস। এই ৩৫০ জন মুসলিম আরএসএস-এর সংখ্যালঘু শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্য। প্রতিদিন ২৫ কিলোমিটার পথ হাঁটতেন তাঁরা। লখনউ থেকে হাঁটতে শুরু করেছিলেন তাঁরা।

Ram Mandir: সম্প্রীতির বার্তা নিয়ে রামলালার দুয়ারে পৌঁছলেন ৩৫০ মুসলিম
রাম মন্দিরে রামলালার মূর্তি
Image Credit source: PTI

Follow Us

লখনউ: সদ্য অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। গর্ভগৃহে সেই মূর্তির দর্শন করতে প্রতিদিন লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করছেন পূণ্যার্থীরা। সম্প্রতি সেই মন্দিরেই চোখে পড়ল এক ব্যতিক্রমী ছবি। মন্দিরের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। জানা গিয়েছে, ৩৫০ জন মুসলিম মন্দির দর্শনে যান। ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতেই তাঁরা মন্দিরে গিয়েছেন বলে জানা গিয়েছে। শবনম শেখ নামে এক মহিলা জানান, শুধুমাত্র ৩৫০ জন মুসলিমের উপস্থিতি নয়, আসলে বৃহত্তর বার্তা দিতে মন্দিরে গিয়েছেন তাঁরা।

১৪০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়েছেন তাঁরা। সময় লেগেছে প্রায় এক মাস। এই ৩৫০ জন মুসলিম আরএসএস-এর সংখ্যালঘু শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্য। প্রতিদিন ২৫ কিলোমিটার পথ হাঁটতেন তাঁরা। লখনউ থেকে হাঁটতে শুরু করেছিলেন তাঁরা। রাতে কোথাও আশ্রয় নিতেন, আবার সকালে হাঁটা শুরু করতেন।

সংগঠনের কনভেনার রাজা রাইস ও শের আলি খান জানিয়েছেন, ধর্মের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের প্রতি ভালবাসাকে। কোনও ধর্মই অপর ধর্মকে অপমান করতে শেখায় না বলে মন্তব্য করেছেন তাঁরা। মুম্বইয়ের বাসিন্দা শবনম শেখ জানিয়েছেন, তিনি পায়ে হেঁটে অযোধ্যা পৌঁছে প্রথমেই গিয়েছিলেন হনুমান গড়িতে। সেখানে হনুমানের অনুমতি নেওয়ার পর যান রাম মন্দিরে। তিনি বলেন, যাওয়ার পথে আমাকে কোনও বাধার মুখে পড়তে হয়নি।

Next Article