নয়া দিল্লি: আজ, ১ ফেব্রুয়ারি বাজেটের দিন। আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এই নিয়ে ষষ্ঠবার বাজেট পেশ করবেন তিনি। তবে এবারে পূর্ণাঙ্গ বাজেট নয়, কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন থাকার কারণে অন্তর্বর্তী বাজেট (Interim Budget) পেশ করা হবে। এটিকে ভোট অন অ্যাকাউন্ট বাজেটও বলা হয়। প্রতি বছরের মতো এ বছরও এই বাজেট ঘিরে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। বাজেট ঘিরে যেমন আশা-আকাক্ষ্মা রয়েছে, তেমনই আবার নজরে রয়েছে অর্থমন্ত্রীর শাড়ির দিকেও। প্রতি বছরই ফ্যাশন স্টেটমেন্ট হয়ে ওঠে নির্মলা সীতারামনের শাড়ি। এবারও তার ব্যতিক্রম হল না। লাল ছেড়ে এবার নীল রঙের শাড়িতে দেখা গেল অর্থমন্ত্রীকে।
সকাল ৯টা নাগাদ অর্থ মন্ত্রকে পৌঁছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁকে নীল রঙের তসরের শাড়িতে দেখা যায়। নীলের সঙ্গে মেশানো সাদা রঙের কাঁথা স্টিচ। তার উপরেই নকশি কাঁথার সেলাই। নীল শাড়ির উপরে সাদা সুতো দিয়ে লতা-পাতা তৈরি করা হয়েছে।
#WATCH | Union Finance Minister Nirmala Sitharaman will present the interim budget today pic.twitter.com/irGtbAcPbP
— ANI (@ANI) February 1, 2024
২০২৩: ২০২৩ সালে বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেখা গিয়েছিল লাল রঙের সিল্কের শাড়িতে। কালো ও সোনালি পাড় ছিল ওই শাড়িতে। মাঝে সাদা রঙের নকশা ছিল।
২০২২: ২০২২ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন বাদামি রঙের বমকাই শাড়ি। ওড়িশার ট্রাডিশনাল শাড়ি বমকাই। বাদামীর উপরে মেরুন, সাদা রঙের নকশা ও পাড় ছিল।
২০২১: ২০২১ সালে অর্থমন্ত্রী পড়েছিলেন লাল ও ধূসর রঙের পোচামপল্লি সিল্কের শাড়ি। তেলঙ্গানার ঐতিহ্যবাহী শাড়ি এটি।
২০২০: ২০২০ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন হলুদ রঙের একটি সিল্কের শাড়ি। তার উপরে সোনালি রঙের জরির কাজ ছিল। আকাশী রঙের সরু পাড় ছিল শাড়িতে।
২০১৯: ২০১৯ সালে প্রথমবার বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন রানি রঙের মঙ্গলগিরি শাড়ি। সোনালি রঙের পাড় ছিল ওই শাড়িতে।