নয়া দিল্লি : রামনবমী সংক্রান্ত মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার পর তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। রাজ্য পুলিশের কাছ থেকে নথি হস্তান্তরের কাজও শুরু হয়ে গিয়েছে।
রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে এদিন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, এনআইএ আইন অনুযায়ী, সাধারণ হিংসার মামলায় এনআইএ তদন্ত করতে পারে না। দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে তবেই এনআইএ তদন্ত হয়। তিনি উল্লেখ করেন, অশান্তির ঘটনায় বোমা ব্যবহার হয়েছে ধরে নিয়ে বিস্ফোরক আইনে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আমরা মামলাটি গ্রীষ্মের ছুটির পর শুনব। আমরা হাইকোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ দিচ্ছি না।
গত ২৭ এপ্রিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের একটি বেঞ্চ রামনবমীর হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে পর্যবেক্ষণ করেছিলেন যে, ওই ঘটনাগুলিতে দুর্বৃত্তরা বিস্ফোরক ব্যবহার করেছিল। এই পর্যবেক্ষণের পরই হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল।
শিবপুর, রিষড়া ও ডালখোলার অশান্তির মামলায় মোট ৬টি এফআইআর ইতিমধ্যেই দায়ের করেছে এনআইএ। এই মামলাগুলিতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদেরও নিজেদের হেফাজতে চাইবে এনআইএ।