গেস্ট হাউসে ডেকে মহিলা রোগীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 19, 2023 | 5:33 PM

সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। সেখানকার সেক্টর ৪০ এলাকার একটি গেস্ট হাউসে ঘটেছে ধর্ষণের ঘটনা। ঘটনা নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্ত চিকিৎসকের খোঁজ চছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

গেস্ট হাউসে ডেকে মহিলা রোগীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
প্রতীকী ছবি।

Follow Us

গুরুগ্রাম: মহিলা রোগীকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে ওই চিকিৎসকের কাছে গিয়েছিলেন ওই মহিলা। নিজের এক বন্ধুর সূত্রেই ওই চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। চিকিৎসককে দেখাতে একটি গেস্ট হাউসে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই মহিলার বন্ধু এই কাজে অভিযুক্ত চিকিৎসককে সাহায্য করেছেন বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। সেখানকার সেক্টর ৪০ এলাকার একটি গেস্ট হাউসে ঘটেছে ধর্ষণের ঘটনা। ঘটনা নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্ত চিকিৎসকের খোঁজ চছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

পুলিশকে ওই নির্যাতিতা মহিলা জানিয়েছেন তাঁর এক বন্ধু ওই চিকিৎসকের খোঁজ দিয়েছিলেন তাঁকে। চিকিৎসককে দেখানোর জন্য তাঁকে গুরুগ্রামের সেক্টর ৪০-এর ওই গেস্ট হাউসে আসতে বলা হয়েছিল। পুলিশের কাছে অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, “আমি বিকাল ৫টা নাগাদ ওই গেস্ট হাউসে পৌঁছয়। সেখানে আমাকে একটি ঘরে ডাকা হয়। সেখানে গিয়ে দেখি আমার মহিলা বন্ধু ও চিকিৎসক মদ্যপান করছেন। আমাকে বসতে বলা হয় এবং ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়েছিল। তা খেয়েই আমার মাথা ঝিমঝিম করতে শুরু করে। ইতিমধ্যে আমার বান্ধবী বলে তাঁর একটি জরুরি কাজ পড়েছে, তাঁকে বেরোতে হবে। সে বেরিয়ে যাওয়ার পরই ওই চিকিৎসক আমাকে ধর্ষণ করেছেন। এর পর বাড়ি ফিরে আমি পুলিশের কাছে অভিযোগ করি।”

ঘটনা নিয়ে গুরুগ্রাম সেক্টর ৪০ থানার স্টেশন হাউস অফিসার সতীশ কুমার বলেছেন, “এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। আমরা গোটা ঘটনার তদন্ত করছি। সত্যতা যাচাই করছি। ওই চিকিৎসকেরও খোঁজ চলছে।”

Next Article