Video: বন্দে ভারত এক্সপ্রেসের মতোই বিশেষ নামকরণ RRTS ট্রেনের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 20, 2023 | 5:14 AM

RAPIDX Train: প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীই আজ গাজিয়াবাদ থেকে দ্রুত গতির ব়্যাপিডএক্স ট্রেন যাত্রার সূচনা করবেন। ট্রেনটি দেখতে যেমন নতুনত্ব, তেমন নামেও বিশেষ চমক রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতোই দেশের নামের সঙ্গে এই ট্রেনের বিশেষ নামকরণ করা হয়েছে।

Video: বন্দে ভারত এক্সপ্রেসের মতোই বিশেষ নামকরণ RRTS ট্রেনের
আরআরটিএস ট্রেনের নতুন নাম।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: আজ, শুক্রবারই চালু হচ্ছে দেশের আরেক দ্রুত গতির ট্রেন RAPIDX। রিজিওনাল ব়্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS)-এর অধীনে আপাতত উত্তরপ্রদেশের গাজিয়াবাদে চালু হচ্ছে এই ট্রেন। প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীই এই ট্রেন যাত্রার সূচনা করবেন। ট্রেনটি দেখতে যেমন নতুনত্ব, তেমন নামেও বিশেষ চমক রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতোই দেশের নামের সঙ্গে এই ট্রেনের বিশেষ নামকরণ করা হয়েছে। ট্রেনটির নাম দেওয়া হচ্ছে ‘নমো ভারত’। যদিও রেলের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ব়্যপিডএক্স ট্রেনটি দিল্লি থেকে গাজিয়াবাদ হয়ে মিরাট পর্যন্ত চলবে। আপাতত গাজিয়াবাদ থেকে সাহিবাদ পর্যন্ত ১৭ কিলোমিটার করিডরে চালানো হবে ট্রেনটি। ২০২৫ সালের মধ্যেই দিল্লি থেকে মিরাট পর্যন্ত এই ট্রেন চলাচল শুরু হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। এই ট্রেনের মাধ্যমে ট্রেনের মাধ্যমে মাত্র ৯০ মিনিট বা তারও কম সময়ে দিল্লি থেকে মিরাট পৌঁছে যাওয়া যাবে। ট্রেনটির গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর শনিবার, ২১ অক্টোবর থেকেই সাধারণের জন্য পুরোদমে চালু হয়ে যাবে এই ট্রেন।

RRTS-এর ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী টুইটারে লিখেছেন, দরিদ্র ও সাধারণ মানুষের দিকে লক্ষ্য রেখে ও শহরের গতিশীলতা উন্নীত করতে এই বিশেষ ট্রেন চালু করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালের ৮ মার্চ এই ট্রেনের জন্য দিল্লি-গাজিয়াবাদ-মিরাট করিডরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নগরকে গতিশীল করে তুলতেই ৩০ হাজার কোটি টাকার এই প্রকল্পটির সূচনা করেন প্রধানমন্ত্রী। ৪ বছরের মধ্যেই ট্র্যাকে নামতে চলেছে এই বিশেষ ট্রেন।

Next Article