Elvish Yadav: হাতে জ্যান্ত সাপ, বিষ নিয়ে রেভ পার্টি! ‘বিগবস’ খ্যাত এলভিসের বিরুদ্ধে FIR

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 03, 2023 | 1:11 PM

Rave Party: বৃহস্পতিবার রাতে নয়ডায় একটি রেভ পার্টিতে অভিযান চালায় পুলিশ। পাঁচজনকে গ্রেফতার করা হয় ওই পার্টি থেকে। তাদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই পার্টিতে উপস্থিত ছিলেন বিগবস ওটিটি-র বিজেতা এলভিস যাদবও।

Elvish Yadav: হাতে জ্যান্ত সাপ, বিষ নিয়ে রেভ পার্টি! বিগবস খ্যাত এলভিসের বিরুদ্ধে FIR
সাপ হাতে এলভিস।
Image Credit source: Twitter

Follow Us

নয়ডা: নিয়ন আলো, ধোঁয়ায় ঘর ভর্তি। দরজা খুলতেই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। রেভ পার্টিতে হানা দিয়ে হাতেনাতে সাপের বিষ (Snake Venom) উদ্ধার করল পুলিশ। বিপাকে বিগবস ওটিটি ২-র এলভিস যাদব (elvish Yadav)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। অভিযোগ, রেভ পার্টির আয়োজন করেছিলেন এলভিস। সেই পার্টিতে আবার সাপের বিষের মতো ভয়ঙ্কর নেশাও করা হয়। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এলভিসের যোগও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে নয়ডায় একটি রেভ পার্টিতে অভিযান চালায় পুলিশ। পাঁচজনকে গ্রেফতার করা হয় ওই পার্টি থেকে। তাদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই পার্টিতে উপস্থিত ছিলেন বিগবস ওটিটি-র বিজেতা এলভিস যাদবও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে, যেখানে এলভিসকে সাপ হাতে দাঁড়িয়ে থাকতে ও সাপ নিয়ে খেলতে দেখা যাচ্ছে। এরপরই পুলিশের তরফে দায়ের করা এফআইআরে এলভিসের নামও যোগ করা হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই রেভ পার্টি থেকে পাঁচটি কোবরা সহ নয়টি জ্যান্ত সাপ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাপের বিষও উদ্ধার করা হয়েছে। যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জেরা করেই এলভিসের নাম উঠে আসে। অভিযুক্তরা জানায়, বিগবস ওটিটি-র বিজেতা এলভিস যাদবকেও সাপ ও সাপের বিষ সরবরাহ করতেন তাঁরা। এরপরই এফআইআরে এলভিসের নাম যুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯, ৩৯, ৪৯, ৫০, ৫১ ও ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, গৌরব গুপ্তা নামক এক অ্যানিমাল ওয়েলফেয়ার অফিসারই প্রথম অভিযোগ করেছিলেন। তিনি অভিযোগ করেন, ইউটিউবার এলভিস ও অন্যান্য় কন্টেন্ট ক্রিয়েটাররা নয়ডার একটি ফার্মহাউসে জ্যান্ত সাপ ও সাপের বিষ নিয়ে ভিডিয়ো রেকর্ড করছে। এরপরই পুলিশ অভিযান চালায়। সেখানে গিয়ে দেখা যায়, বেআইনি রেভ পার্টি চলছে।

অভিযোগকারী ওই আধিকারিকের আরও দাবি, এলভিস সহ অন্যান্যরা প্রায় সময়ই এমন বেআইনি রেভ পার্টির আয়োজন করে। সেখানে বিদেশি তরুণীদের আমন্ত্রণ করা হয় সাপের বিষ ও অন্যান্য ধরনের মাদকের নেশা করার জন্য।

সূত্রের খবর, ইতিমধ্যেই এলভিস যাদবকে জেরা শুরু করা হয়েছে। জেরায় এলভিস তাঁর এজেন্টের ফোন নম্বর দিয়েছেন। তাঁকে প্রশ্ন করা হলে তিনি রেভ পার্টির আয়োজন করার ও সাপ সরবরাহের কথা স্বীকার করে নিয়েছেন।

Next Article