নয়াদিল্লি: সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-৩। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ৪১ দিন আগে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় মহাকাশযান। সেই অভিযান সফল হতেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা। সফ্ট ল্যান্ডিংয়ের মাধ্যমে যে মুহূর্তে চাঁদের মাটি স্পর্শ করে ল্যান্ডার বিক্রম, তখনই ছোট্ট বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকাশ গবেষণায় ইসরো তথা ভারতের গৌরব তুলে ধরেন তিনি। ইসরোর এই সাফল্যে ভারত সরকারও যে উচ্ছ্বসিত তা বুঝিয়েছেন মোদী। দেশের বিভিন্ন বিরোধী দল এবং বিরোধী দলের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন এই সাফল্যের। কিন্তু মধ্যেই এই সাফল্য কার, তা নিয়ে চোরা প্রতিযোগিতা লক্ষ্য করা গিয়েছে দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে।
চন্দ্রযানের সাফল্যের কথা তুলে ধরতে প্রথম সারিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। প্রধানমন্ত্রী হিসাবে চন্দ্রপৃষ্ঠ স্পর্শের ঐতিহাসিক মুহূর্তে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান মোদী। তিনি বলেছেন, “এ রকম মুহূর্তের সাক্ষী থাকতে পারলে জীবন ধন্য হয়ে যায়।” ওই মুহূর্তকে অবিস্মরণীয় এবং অভূতপূর্ব অ্যাখ্যাও দেন তিনি। গোটা বিশ্ব ভারতের এই মহাকাশ অভিযানের দিকে তাকিয়ে ছিল তা স্মরণ করান মোদী।
The success of #Chandrayaan3 is the collective success of every Indian.
An elated nation with 140 crore aspirations witnessed today yet another achievement in its six-decade long space programme.
We are deeply indebted to the remarkable hard work, unparalleled ingenuity and… pic.twitter.com/VeC7V3aBiK
— Congress (@INCIndia) August 23, 2023
মোদীর আমলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই সাফল্যকে কেবলই শাসকদলের কৃতিত্ব হিসাবে দেখতে নারাজ দেশের বিরোধী দলগুলি। যেমন কংগ্রেস এ নিয়ে টুইটে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে জওহরলাল নেহেরুর দূরদৃষ্টির প্রসঙ্গ তুলেছে কংগ্রেস। কংগ্রেসের বিবৃতিতকে ইসরো বিজ্ঞানীদের অভিনন্দন জানানো হয়েছে। বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করা হয়েছে। অতীতে বিভিন্ন পর্বে চন্দ্রযান মিশনে ভারত কী সাফল্য পেয়েছে তার উল্লেখও রয়েছে কংগ্রেসের বিবৃতিতে। এর পর কংগ্রেসের করা টুইটে লেখা হয়েছে, “এই কৃতিত্বগুলি পণ্ডিত জওহরলাল নেহরুর দূরদৃষ্টির প্রমাণ। যিনি বিজ্ঞানে বিশ্বাস করতেন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের জন্য জোরদার প্রতিজ্ঞা নিয়েছিলেন। সদ্য স্বাধীন হওয়া জাতি উন্নয়ন বিজ্ঞানের চেতনায় পরিচালিত করতে চেয়েছিলেন তিনি। দেশের পরবর্তী প্রধানমন্ত্রীরা সেটিকে অনুসরণ করেছেন।”
Hail Chandrayaan-3!
Hail its stupendous success!!
Hail @isro!!
Hail our nation’s magnificent achievement in sending an exploration mission successfully to the Moon!!Our scientists have testified the country’s scientific and technological progress. India is now in the super…
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023
ये ऐतिहासिक है। देश के लिए बड़ी उपलब्धि है। हम सबके लिए गर्व की बात है। चंद्रयान-3 की सफलता के लिए सभी देशवासियों, ISRO के वैज्ञानिकों, इंजीनियर और कर्मचारियों को बहुत-बहुत बधाई।
भारत माता की जय 🇮🇳 https://t.co/kWLztpBDiB
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 23, 2023
একই প্রবণতা দেখা গিয়েছে তৃণমূল ও আম আদমি পার্টির শুভেচ্ছা বার্তায়। তৃণমূলের শুভেচ্ছা বার্তায় ইসরোর বিজ্ঞানীদের সাফল্যকে শুভেচ্ছা জানানো হয়েছে। একই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটেও। তাঁর কাছেও এই চন্দ্রাভিযানের সাফল্য ‘ইসরোর কৃতিত্ব’। আম আদমি পার্টিও টুইট করে এই ঐতিহাসিক মুহূর্তের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছে। অপর দিকে বিজেপির একাংশ আবার এই মহাকাশ অভিযানের সাফল্য যে মোদীর শাসনকালে ঘটেছে তা স্মরণ করাতে ব্যস্ত।