এ কী কাণ্ড! IAS অফিসার সব্জি বিক্রি করছেন কেন? পুরো ঘটনা জানলে তাজ্জব হবেন

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 28, 2021 | 12:07 AM

উত্তর প্রদেশের বিশেষ সচিবের পদে থাকা এক আইএএস অফিসারকে সম্প্রতি দেখা গিয়েছে সব্জি বিক্রি করতে।

1 / 5
লখনউ: স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু আইএস অফিসার হওয়ার স্বপ্ন এই দেশে খুব অল্প সংখ্যক মানুষেরই সফল হয়। কারণ দেশের সবচেয়ে কঠিন ইউপিএসসি পরীক্ষা ও তারপর ইন্টারভিউ পর্ব শেষে মেলে সরকারি আমলা হওয়ার সুযোগ। কিন্তু একজন আইএএস অফিসারকে কখনও সব্জি বিক্রি করতে হবে এমন কল্পনাও কেউ করেছেন কি? দুঃস্বপ্নেও এই কল্পনা করা যায় না। কিন্তু উত্তর প্রদেশের বিশেষ সচিবের পদে থাকা এক আইএএস অফিসারকে সম্প্রতি দেখা গিয়েছে সব্জি বিক্রি করতে। তাঁর সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেও সময় নেয়নি।

লখনউ: স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু আইএস অফিসার হওয়ার স্বপ্ন এই দেশে খুব অল্প সংখ্যক মানুষেরই সফল হয়। কারণ দেশের সবচেয়ে কঠিন ইউপিএসসি পরীক্ষা ও তারপর ইন্টারভিউ পর্ব শেষে মেলে সরকারি আমলা হওয়ার সুযোগ। কিন্তু একজন আইএএস অফিসারকে কখনও সব্জি বিক্রি করতে হবে এমন কল্পনাও কেউ করেছেন কি? দুঃস্বপ্নেও এই কল্পনা করা যায় না। কিন্তু উত্তর প্রদেশের বিশেষ সচিবের পদে থাকা এক আইএএস অফিসারকে সম্প্রতি দেখা গিয়েছে সব্জি বিক্রি করতে। তাঁর সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেও সময় নেয়নি।

2 / 5
ছবি দেখেই বোঝা যাচ্ছে, পেশাগত ভাবে তিনি সব্জি বিক্রেতা নন। পরনে তাঁর হাফ শার্ট ও জিনস, পায়ে মোজা, হাতে ঘড়ি। কোনও ভাবেই সব্জি বিক্রেতার সঙ্গে তাঁর পরিচ্ছদ খাপ খায় না। তাহলে সব্জি বিক্রেতার আসনে তিনি করছেনটা কী? সামনে আবার খদ্দেরও রয়েছে। কেনাবেচাও চলছে। কেন বাতানুকুল দফতর ছেড়ে গরমের মধ্যে নেমে এমন কাজ করছেন? সেই প্রশ্নও ঘুরপাক খেতে শুরু করেছে।

ছবি দেখেই বোঝা যাচ্ছে, পেশাগত ভাবে তিনি সব্জি বিক্রেতা নন। পরনে তাঁর হাফ শার্ট ও জিনস, পায়ে মোজা, হাতে ঘড়ি। কোনও ভাবেই সব্জি বিক্রেতার সঙ্গে তাঁর পরিচ্ছদ খাপ খায় না। তাহলে সব্জি বিক্রেতার আসনে তিনি করছেনটা কী? সামনে আবার খদ্দেরও রয়েছে। কেনাবেচাও চলছে। কেন বাতানুকুল দফতর ছেড়ে গরমের মধ্যে নেমে এমন কাজ করছেন? সেই প্রশ্নও ঘুরপাক খেতে শুরু করেছে।

3 / 5
জানা গিয়েছে, সব্জি বিক্রেতা ওই আইএএস অফিসারের নাম অখিলেশ মিশ্র। তিনি উত্তর প্রদেশের পরিবহন দফতরের বিশেষ সচিব। তাঁর সব্জি বিক্রির ছবি এতটাই ভাইরাল হয়ে যায় যে শেষ পর্যন্ত রহস্যভেদ করতে তাঁকেই সোশ্যাল মিডিয়া নামক মাঠে নামতে হয়। তিনি জানান, সব্জি বিক্রেতার আসনে বসে থাকার ছবিটি আসল হলেও যে বার্তা-সহ এই ছবি ভাইরাল হয়েছে, তা সত্যি নয়।

জানা গিয়েছে, সব্জি বিক্রেতা ওই আইএএস অফিসারের নাম অখিলেশ মিশ্র। তিনি উত্তর প্রদেশের পরিবহন দফতরের বিশেষ সচিব। তাঁর সব্জি বিক্রির ছবি এতটাই ভাইরাল হয়ে যায় যে শেষ পর্যন্ত রহস্যভেদ করতে তাঁকেই সোশ্যাল মিডিয়া নামক মাঠে নামতে হয়। তিনি জানান, সব্জি বিক্রেতার আসনে বসে থাকার ছবিটি আসল হলেও যে বার্তা-সহ এই ছবি ভাইরাল হয়েছে, তা সত্যি নয়।

4 / 5
অখিলেশ মিশ্র ফেসবুকে জানিয়েছেন, "গতকাল আমি দফতরের কিছু কাজে প্রয়াগরাজ গিয়েছিলাম। ফেরার সময় রাস্তার ধারে বাজারে দেখলাম তরতাজা সব্জি বিক্রি হচ্ছে। গাড়ি থেকে নেমে সব্জি কিনতে গেলাম। তখনই ওই দোকানের বয়স্ক মহিলা বিক্রেতা আমায় অনুরোধ করলেন একটু যেন তাঁর দোকানের দিকে লক্ষ্য রাখি। কারণ ওঁর বাচ্চারা খেলতে খেলতে দূরে চলে গিয়েছে। কিছুক্ষণেই উনি ফিরে আসবেন।"

অখিলেশ মিশ্র ফেসবুকে জানিয়েছেন, "গতকাল আমি দফতরের কিছু কাজে প্রয়াগরাজ গিয়েছিলাম। ফেরার সময় রাস্তার ধারে বাজারে দেখলাম তরতাজা সব্জি বিক্রি হচ্ছে। গাড়ি থেকে নেমে সব্জি কিনতে গেলাম। তখনই ওই দোকানের বয়স্ক মহিলা বিক্রেতা আমায় অনুরোধ করলেন একটু যেন তাঁর দোকানের দিকে লক্ষ্য রাখি। কারণ ওঁর বাচ্চারা খেলতে খেলতে দূরে চলে গিয়েছে। কিছুক্ষণেই উনি ফিরে আসবেন।"

5 / 5
অখিলেশ মিশ্র আরও লিখেছেন, "যেই আমি তাঁর দোকানে বসলাম, তখনই এক ক্রেতা এলেন। এসে সব্জি চাইলেই। সেই সময় আমার সঙ্গে থাকা বন্ধুদের একজন ফটো তুলে নেয় এবং আমার ফোন থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দেয়। এই হচ্ছে পুরো ঘটনা।"

অখিলেশ মিশ্র আরও লিখেছেন, "যেই আমি তাঁর দোকানে বসলাম, তখনই এক ক্রেতা এলেন। এসে সব্জি চাইলেই। সেই সময় আমার সঙ্গে থাকা বন্ধুদের একজন ফটো তুলে নেয় এবং আমার ফোন থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দেয়। এই হচ্ছে পুরো ঘটনা।"

Next Photo Gallery